বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৯:১২:৫৩

কর্তাদের নোংরামি ফাঁস করলেন ভারতের সাবেক মহিলা অধিনায়ক

কর্তাদের নোংরামি ফাঁস করলেন ভারতের সাবেক মহিলা অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: ভারত ফুটবলে সুযোগ পেতে হলে শুধু ভালো খেলা দিয়ে হয় না, এর জন্য মাঝে মাঝে উর্ধ্বতন কর্মকর্তাদের শয্যাসঙ্গিনীও হতে হয়। এমনকি টিম ম্যানেজমেন্টের লোকেরা তাদের খারাপ চাহিদার কাছে হার মানতে হয়। কিন্তু ভয়ে কোনো নারী খেলোয়াড় মুখ খোলেন না। এমনই অভিযোগ তুলেছেন ভারতীয় দলের খোদ সাবেক অধিনায়ক সোনা চৌধুরীর।  

সম্প্রতি তার ‘গেম ইন গেম’বইটিতে অন্ধকার দিক গুলো তুলে ধরেছেন তিনি।

বইটিতে সোনা লিখেছেন, বিদেশ সফরের সময় কোচ ও সচিবরা তাদের বিছানা প্লেয়ারদের ঘরেই রাখতে বলে। তারা প্রতিদিনই কোন  না কোন খেলোয়াড়ের সঙ্গে খারাপ সম্পর্ক করতেন।  অনেকেই এর বিরুদ্ধে সরব হতে গিয়ে দল থেকেই বিতাড়িত হয়েছেন।

সোনা চৌধুরীর দাবি, শুধু জাতীয় দলেই নয়, রাজ্য পর্যায়েও এসব নোংরামি হয়। রাজি না হলে রাজনীতি করে টিম থেকেই বাদ দেয়া হয়।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের মাঝামাঝি ভারতীয় নারী ফুটবলে তারকা খেলোয়াড় ছিলেন সোনা চৌধুরী। ১৯৯৫ সালে জাতীয় দলে সুযোগ পাওয়ার এক বছরের মধ্যেই তিনি অধিনায়ক নির্বাচিত হন। পায়ে চোটের কারণে ১৯৯৮ সালেই শেষ হয়ে যায় ক্যারিয়ার।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে