বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ১০:২১:১৫

মুস্তাফিজকে নিয়ে যে আক্ষেপে পুড়তে পারেন ভক্তরা

মুস্তাফিজকে নিয়ে যে আক্ষেপে পুড়তে পারেন ভক্তরা

আরিফুর রাজু: স্লোয়ার আর অফ কাটারের ভেলকিতে ‘টক অব দ্য ক্রিকেট’-এ পরিণত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিশ্ব ক্রিকেট অলি-গলিতে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বাংলাদেশি এই ক্রিকেটারের নাম। প্রথমবারে মতো আইপিএলে অংশ নিয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করা ছাড়াও কিপটে বোলারদের শীর্ষে অবস্থান করছেন সানরাইজার্স হায়দরাবাদের এই বোলার।

বল হাতে ঝড় তুললেও মুস্তাফিজের একটি বিষয়ে আক্ষেপ আক্ষেপে পুড়তে পারেন ভক্তরা। সেটি হলো আইপিএলে এখন পর্যন্ত ভক্তরা  তার ব্যাটের ঝলকানি দেখতে পারেনি। আর এতে সবারই একটু আধটুকু মন খারাপ হতেই পারে। অনেক দর্শকের মনে হয়তো নাড়া দিতে পারে আহ যদি মুস্তাফিজের ব্যাটিংটা একটু দেখা যেতো কতই না ভালো লাগতো।  

তবে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের ছক্কাটা তো অনেকেরই মনে থাকার কথা। ওয়ানডেতে নয় ম্যাচে পাঁচটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। সর্বমোট রান ১৫, আর সর্বোচ্চ ৬ রান। টেস্টে দুই ম্যাচে একটি ব্যাট করে মুস্তাফিজের ৩ রান। আর টি-টুয়েন্টিতে ১৩ ম্যাচে পাঁচটিতে ব্যাট করে কাটার মাস্টারের সর্বমোট রান ৮।

কিন্তু ব্যাটিং এন্ড স্পিকিং প্রব্লেম মুস্তাফিজের বোলিং কারিশমার কাছে হার মানবে সবই। হয়তো ভক্তদের মনে সামন্যতম আক্ষেপ থাকতেই পারে। কিন্তু সেটি ছাপা পড়ে তার বিধ্বংসী বোলিংয়ের কাছে। সবারই আশা আইপিএলে প্রথম বারের মতো সুযোগ পাওয়া মুস্তাফিজ সবাইকে টপকে এগিয়ে হবেন আইপিএল সেরা অলরাউন্ডার।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে