বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৩:২৬:০২

বিশ্বের ধনী ক্লাব রোনালদো-ডি মারিয়ার রিয়েল মাদ্রিদ

বিশ্বের ধনী ক্লাব রোনালদো-ডি মারিয়ার রিয়েল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: ফের বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের তালিকায় নিজেদের নাম লেখালেন রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা চতুর্থবারের মত সবচেয়ে ধনী ফুটবল ক্লাব নির্বাচিত হলো স্প্যানিশ জায়ান্টরা। তার পরের অবস্থান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। আমেরিকান ম্যাগাজিন ফরবেসের জরিপে উঠে এসেছে তথ্য।

রিয়াল মাদ্রিদের বর্তমান সম্পদের পরিমান ৩.৬৪৫ বিলিয় ডলার (টাকার অংকে প্রায় ২৮ হাজার ৫০০ কোটি)। তাদের বাৎসরিক রাজস্ব আয় ৬৯৪ মিলিয়ন ডলার। দুই ক্যাটাগরিতেই তারা এগিয়ে আছে বার্সেলোনার চেয়ে।

আর এদিকে বার্সেলোনার মোট সম্পদের পরিমাণ ৩.৫৪৯ বিলিয়ন ডলার (টাকার অংকে প্রায় ২৭ হাজার ৮০০ কোটি টাকা।)। তৃতীয়স্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের সম্পদের পরিমাণ ৩.৩১৭ বিলিয়ন ডলার।

সেরা দুই স্থানে দুই স্প্যানিশ ক্লাব থাকলেও সেরা ১০টি ক্লাবের মধ্যে ৬টিই হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব। ম্যানইউ ছাড়াও এই ক্লাবে রয়েছে আর্সেনাল, ম্যানসিটি, চেলসি, লিভারপুল এবং টটেনহ্যাম হটস্পার।

তবে পৃথিবীর সবচেয়ে ধনী ক্লাব কিন্তু রিয়াল কিংবা বার্সা নয়। আমেরিকান ফুটবল ক্লাব ডালাস কাউবয়। তাদের মোট সম্পদের পরিমাণ ৪ বিলিয়ন ডলার।

সবচেয়ে ১০ ধনী ফুটবল ক্লাব সমূহ
১. রিয়াল মাদ্রিদ : ৩.৬৪৫ বিলিয়ন ডলার
২. বার্সেলোনা : ৩.৫৪৯ বিলিয়ন ডলার
৩. ম্যানইউ : ৩.৩১৭ বিলিয়ন ডলার।
৪. বায়ার্ন মিউনিখ : ২.৬৭৮ বিলিয়ন ডলার
৫. আর্সেনাল : ২.০১৭ বিলিয়ন ডলার।
৬. ম্যানচেস্টার সিটি : ১.৯২১ বিলিয়ন ডলার।
৭. চেলসি : ১.৬৬১ বিলিয়ন ডলার।
৮. লিভারপুল : ১.৫৪ বিলিয়ন ডলার।
৯. জুভেন্টাস : ১.৫৪৮ বিলিয়ন ডলার।
১০. টটেনহ্যাম : ১.০১৭ বিলিয়ন ডলার।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে