বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৪:৪৩:০০

অবসরের পর ভারতীয় সেনার সঙ্গে দেশের সেবা করতে চান ধোনি

অবসরের পর ভারতীয় সেনার সঙ্গে দেশের সেবা করতে চান ধোনি

স্পোর্টস ডেস্ক: ২০১৪ সালের শেষ দিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে টেস্ট ক্রিকেটকে গুডবাই জানালেও এখনও গুডবাই বলা হয়নি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটকে।

নিজের ঘরে মাঠে সদ্য শেষ হওয়া ওয়াল্ড টি-টোয়েন্টিরে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জাজনক হার এবং চলমান আইপিএলে রাইজিং পুণের খারাপ পারফরম্যান্সের পর প্রশ্ন উঠছে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব নিয়ে৷

যদিও অবসর দিনক্ষণের ব্যাপারে না জানালেও ব্যাট তুলে রাখার পর সেনা দলের সঙ্গে দেশের জন্য সেবা করার ইচ্ছাপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের এই ঠাণ্ডা মাথার অধিনায়ক৷

সদ্য ভারতীয় একটি শীর্ষ স্থানের পক্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ধোনি জানান, ‘আমি সবসময় ক্রিকেটে মনোসংযোগ করেছি কারণ আমি ক্রিকেট খেলাটাকে পছন্দ করি৷ তবে অবসরের পর আমি ভারতীয় সেনার হয়ে কাজ করতে চাই৷ দেশের হয়ে কিছু করতে পারাটা সবসময় গর্বের৷ আমিও দেশকে সেবা করতে চাই৷’

তবে এর আগে ভারতীয় সেনার সাম্মানিক লেফ্টেন্যান্ট কর্নেল পদ পাওয়ার পর মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হতে পারাটা সবসময় গর্বের৷ ছোট থেকেই এটা আমার স্বপ্ন ছিল৷ সেটা পূরণ হওয়ায় খুবই ভালো লাগছে৷
১২ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে