বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৪:৪৩:৩০

পেলে কে, তা জানার জন্য এআর রহমান কি করলেন?

পেলে কে, তা জানার জন্য এআর রহমান কি করলেন?

স্পোর্টস ডেস্ক: সুরের ঈশ্বর জানেনই না ফুটবলের ঈশ্বরকে। শুনতে অবাক লাগলেও ঘটনা তাই। সুরের ঈশ্বর মানে এআর রহমান। আর ফুটবলের ঈশ্বর তো একজনই। তিনি পেলে।

ফুটবল সম্রাট পেলের কথা জানেন সবাই। পেলে না মারাদোনা - কে বড়, তা নিয়ে চলে নিরন্তর তর্কবিতর্ক। সেই পেলে সম্পর্কেই কি না বিন্দুবিসর্গ জানতেন না রহমান। ফুটবল-সম্রাট পেলের বায়োপিক-এ সুর করতে যাওয়ার আগে রহমানের কী মনে হল  কে জানে! গুগল সার্চ ইঞ্জিনে খোঁজখবর নিয়ে নেন পেলের সম্পর্কে। তাঁর জন্ম কবে, ব্রাজিলের কোথাকার মানুষ পেলে — এই সব আর কী!

রহমান স্বয়ং বলছেন, ‘‘আমি এই প্রজেক্ট গ্রহণ করার আগে পেলে সম্পর্কে যাবতীয় খোঁজখবর নিয়ে নিই। আমি পেলে সম্পর্কে কিছুই জানতাম না। কারণ আমার জীবনে কেবল সুর আর সুর। পেলে সম্পর্কে খোঁজ নেওয়ার পরে আমি অভিভূত হয়ে যাই।’’ পেলের চিত্রনাট্য পড়ে দেখার পরে প্রজেক্টটা সম্পর্কে দারুণ শ্রদ্ধাশীল হয়ে পড়েন রহমান।

এ’ দলের কোচ হিসেবে পাকিস্তানের সাবেক টেস্ট ব্যাটসম্যান বাসিত আলীর নাম ঘোষণায় আসতে পারে। এছাড়া বোলিং কোচ হিসেবে সাবেক টেস্ট পেসার কবির খানের নাম শোনা যাচ্ছে। জাতীয় দলের ইংল্যান্ডের পূর্ণাঙ্গ সফরের জন্য ইন্তিখাব আলমকেই দলের ম্যানেজার হিসেবে রাখা হয়েছে।-এবেলা
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে