বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৫:০৯:২৯

‌‌‘ফিজের হাতে বল, যেন বর্শা; ক্রিজে একা দাঁড়িয়ে আছি, নাহি ভরসা’

‌‌‘ফিজের হাতে বল, যেন বর্শা; ক্রিজে একা দাঁড়িয়ে আছি, নাহি ভরসা’

ফিজের হাতে বল, যেন বর্শা।

ক্রিজে একা দাঁড়িয়ে আছি, নাহি ভরসা।

রাশি রাশি ভারা ভারা
উইকেট নেওয়া হলো সারা
কাটারগুলো ক্ষুরধারা
চোখে দেখি ঝাপসা
কাটারে কাটারে উইকেটের এল বর্ষা।

একখানি ছোট পিচ, আমি একেলা
ওপাশে ফিজ বল হাতে করিছে খেলা

ওপাশে দেখি আঁকা
ফিজের মুখে হাসিমাখা
আমার চোখ মেঘে ঢাকা

বোলের বেলায়
এপারেতে ছোট ক্রিজ, আমি একেলা।

বল হাতে দৌড়িয়ে ফিজ আসে পারে!
দেখে যেন মনে হয়, কাটার ছাড়ে।

আগুনে বল চলে যায়
কোনো দিকে নাহি চায়

স্ট্যাম্পগুলো নিরুপায়
ভাঙে দু’ধারে
দেখে যেন মনে হয়, কাটার ছাড়ে।

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’র কিছু অংশ অবলম্বনে অনুপ্রাণিত হয়ে প্যারোডিটি লেখা হয়েছে।)-আমাদের সময়.কম

১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে