বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৫:৩০:৪৭

পারলেন না তামিম, পেরেছেন মুশফিক

পারলেন না তামিম, পেরেছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটবিশ্বে একজন হাটহিটার ব্যাটসম্যান হিসেবে বেশ পরিচিত বাংলাদেশ ক্রিকেট দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল। ব্যাট হাতে মাঠে নামলেই গ্যালারী থেকে ভেঁসে আসে বুম বুম তামিম স্বোগান। কিন্তু সেই তামিম ঢাকা প্রিমিয়ার লিগে মোহমেডান বনাম আবাহনীর উত্তেজনা ম্যাচে হঠাৎ খৈ হারিয়ে পেলেছেন।

বাংলাদেশ ক্রিকেটের রানমেশিন ও মোহমেডানের মুশফিকুর রহিমদের কাছে হার মানতে হয়েছে মাত্র ৩৭ বলের ব্যবধানে। মুশফিকুর রহিমরা এই উত্তেজনা ম্যাচটা জিতে নিয়েছেন ৮ উইকেটের বড় ব্যবধানে। তবে এই মৌসুমে আজকের হার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে হারের ধারা অব্যাহত রেখেছে তামিমের আবাহনী।

বৃহস্পতিবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেশের ঐতিহ্যবাহী দুই দলের লড়াইয়ে মোহামেডানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে আবাহনী। তবে, চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ব্যাট হাতে চ্যালেঞ্জিং স্কোর গড়তে ব্যর্থ হয় তামিম বাহিনী।

ওপেনারদের ব্যাটিং ব্যর্থতায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের হেভিওয়েট ম্যাচে মুশফিক বাহিনীর বোলিং তোপে ৪৮.৪ ওভারে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় আবাহনীর ইনিংস। ১৮৪ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৩.৫ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে মোহামেডান।


আবাহনী দলের পক্ষে ৬ বলে ৪২ রানের এক কার্যকর ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ৩৮ রান করে অপরাজিত ইনিংস খেলেন ছিলেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এছাড়াও অধিনায়ক তামিম করেন (৪), ওপেনার লিটন দাস (৩), বিসলা (২৩), মোসাদ্দেক হোসেন (২৭) ও ২৮ রান সংগ্রহ করেছেন আবুল হোসেন।

মোহামেডান বোলারদের মধ্যে শুভাশিষ রায় ৩টি, হাবিবুর রহমান ও নাইম ইসলাম জুনিয়র ২টি করে আর এনামুল হক জুনিয়র, আরিফুল হক ও নাঈম ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।

আবাহনীর ১৮৪ রানের জবাব দিতে নেমে বেশ সতর্ক শুরু করে মোহামেডানের দুই ওপেনার সৈকত আলী ও এজাজ আহমেদ। তবে ব্যক্তিগত ১৩ রানে হাতে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ড হয়ে ড্রেসিং রুমে ফেরেন সৈকত। এরপর এজাজ আহমেদের সঙ্গে দলের হাল ধরেন উপল থারাঙ্গা। এই জুটিতে আসে ৯৭ রান। ব্যক্তিগত ৪২ রানে আউট হন এজাজ।

এজাজের বিদায়ের পর উপল থারাঙ্গার সঙ্গে ১৯ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৭ রানে তাসকিনের বাউন্সারে পরাস্ত হয়ে স্নিক আউটের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়েন মোহামেডান অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিকের পর নাঈম ইসলাম থারাঙ্গার সঙ্গে ৬৯ রানের অনবদ্য এক জুটি গড়ে মাত্র ২ উইকেটের বিনিময়ে ৪৩.৫ ওভারে ১৮৫ রান সংগ্রহ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ব্যাট হাতে উপল থারাঙ্গা ৭৭ ও নাইম ইসলাম অপরাজিত ছিলেন ২৫ রানে।

আবাহনীর হয়ে বল হাতে তাসকিন আহমেদ ও অমিত কুমার নিয়েছেন ১টি করে উইকেট।
১২ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে