বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৬:০৮:৫৪

আবারও বোলিং কারিশমা দেখালেন বিপিএল সেরা সেই আবু হায়দার রনি

আবারও বোলিং কারিশমা দেখালেন বিপিএল সেরা সেই আবু হায়দার রনি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তুতীয় আসরে বোলিং ঝলক দেখিয়ে বিসিবির নজরে পড়ে জাতীয় দলে অন্তভূক্ত হন আবু হায়দার রনি। এরপর জাতীয় দলের জার্সি গায়ে পাঁচটি টি-২০ ম্যাচ খেলা হলেও উইকেট দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেননি রনি। পাঁচ ম্যাচ খেলা রনি উইকেট পেয়েছেন মাত্র তিনটি। তবে জাতীয় দলের হয়ে রনি বোলিং কারিশার না দেখাতে পারলেও চলমান ঢাকা প্রিমিয়ার লিগ গর্জে উঠছেন দেশি বোলারদের মধ্যে বিপিএল সেরা এই বোলার।

আজ তার বোলিং দাপটে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অন্যতম দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব হেরে যায়। বৃহস্পতিবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে দুর্দান্ত খেলতে থাকা প্রাইম দোলেশ্বরকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবু হায়দার রনির ক্লাব রূপগঞ্জ।

টসে হেরে আগে ব্যাটিং করা প্রাইম দোলেশ্বর ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন চামারা সিলভা। তিনি ৭৬ বলে ৭ চার ও ১ ছয়ে তার ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া রকিবুল হাসান ২৭ ও রনি তালুকদার ২৫ রানের ইনিংস খেলেন।

লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের মধ্যে আবু হায়দার রনি ও নাহিদুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।

২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১ রানেই ওপেনার সৌম্য সরকারকে হারায় রূপগঞ্জ। এরপর মিজানুর রহমান ব্যক্তিগত ২৭ রানে ফিরে গেলে ক্রিজে নামেন মোশাররফ হোসেন। তৃতীয় উইকেট জুটিতে মোশাররফ-মিঠুন মিলে ৬৩ রানের জুটি গড়েন। মোহাম্মদ মিঠুন ৫১ রান করে ফরহাদ রেজার থ্রোতে আউট হন।

চতুর্থ উইকেটের বড় জুটি রূপগঞ্জকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। মোশাররফ-আসিফ আহমেদ মিলে ৯৬ রানের জুটি গড়েন। ৯৮ বলে ৭ চার ও ৩ ছয়ে মোশাররফ হোসেন ৮১ রানে রবিউল ইসলাম রবির বলে আল আমিন হোসেনকে ক্যাচ দিয়ে বিদায় নেন। অন্যদিকে আসিফ আহমেদ ৫১ রানে অপরাজিত থাকেন।

প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে নাসির হোসেন, সানজামুল ইসলাম ও রবিউল ইসলাম রবি একটি করে উইকেট নিয়েছেন।
১২ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে