বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৬:৪৮:২৮

এবার চার-ছক্কার ফুলঝুলিতে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন আল-আমিন

এবার চার-ছক্কার ফুলঝুলিতে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন আল-আমিন

স্পোর্টস ডেস্ক: চলামান ঢাকা প্রিমিয়র লিগ (ডিপিএল)-এর এবার  চার-ছক্কার ফুলঝুলিতে ৮২ রানের অপরাজিত জুনিয়ার আল-আমিন। তবে এদিন আল-আমিন টানা চার ম্যাচে হাফসেঞ্চুরি করে সবাইকে তাক লাগালেন। আর তার দারুণ ব্যাটিংয়ে উপর ভর করে ঢাকা প্রিমিয়ার লিগে চতুর্থ জয় পেল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। তবে এদিন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন সোহরাওয়ার্দী শুভ।

বৃহস্পতিবার সাভার বিকেএসপিতে প্রাইম ব্যাংককে ডাক ওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৯ রানে হারিয়েছে ভিক্টোরিয়া। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান তুলেছিল প্রাইম ব্যাংক।

জবাবে ভিক্টোরিয়া ৪২.১ ওভারে ২ উইকেটে ২১১ রান তোলার পর বৃষ্টি নামলে আর খেলা হয়নি। তখন প্রাইম ব্যাংকের চেয়ে ৯ রানে এগিয়ে ছিল ভিক্টোরিয়া।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংককে ভালো সূচনা এনে দেন মেহেদী মারুফ ও শানাজ আহমেদ। উদ্বোধনী জুটিতে ৮১ রান যোগ করেন দুজন। শানাজ ৩৬ রান করে ফিরলেও ফিফটি তুলে নিয়ে ব্যক্তিগত ৬৩ রানে বিদায় নেন মেহেদী।

 এরপর মিডল অর্ডারে তইবুর রহমানের ৪৫, নুরুল হাসানের ৪০ ও ভারতীয় ব্যাটসম্যান শচীন রানার অপরাজিত ৩৫ রানের সুবাদে ২৭৪ রানের লড়াকু পুঁজি গড়ে প্রাইম ব্যাংক। ভিক্টোরিয়ার হয়ে কামরুল ইসলাম রাব্বি ও এনামুল হক জুনিয়র নেন ২টি করে উইকেট।

 লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৪৭ থেকে ৫৬, ৯ রানের মধ্যে ওপেনার মজিদ (১৬) ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুমিনুল হকের (৩) উইকেট হারায় ভিক্টোরিয়া। তবে তৃতীয় উইকেটে আল-আমিনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন এবারের লিগে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামা সোহরাওয়ার্দী শুভ।

শুভ ৫৩ বলে তুলে নেন ফিফটি, আল-আমিন ফিফটি তুলে নেন ৫১ বলে। এরপর শুভ লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেন ১১২ বলে। তবে ভাগ্য ভালো, শুভ তিন অঙ্ক ছোঁয়ার এক ওভার পরেই বিকেএসপিতে হানা দেয় বৃষ্টি! তখন ভিক্টোরিয়ার জয়ের জন্য ৪৭ বলে ৬৪ রান প্রয়োজন ছিল, হাতে ৮ উইকেট। পরে আর একটি বলও মাঠে না গড়ালে ডাক ওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৯ রানের জয় পায় ভিক্টোরিয়া।

১১৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শুভ, এদিন বল হাতেও ১ উইকেট নিয়েছেন তিনি। ৯০ বলে ৬ চার ও এক ছক্কায় ৮২ রানে অপরাজিত ছিলেন আল-আমিন। এই দুজনের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে আসে ১৫৫ রান।
১২ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে