বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৭:১৪:১৬

ক্রিকেটের তিন ফরম্যাটেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান সাব্বির

ক্রিকেটের তিন ফরম্যাটেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান সাব্বির

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান বরাবরের মত চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) দুর্দান্ত পারফর্মেন্স করে যাচ্ছেন। ডিপিএলে এখন পর্যন্ত ৬ টি ম্যাচ খেলে ১ টি সেঞ্চুরি সহ ২১৪ রান সংগ্রহ করেছেন তিনি।

চলতি বছরের এশিয়া কাপে ব্যাট হাতে অসাধারণ পারফর্মেন্স করার সুবাদে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার সাব্বিরের হাতে ওঠে। এরপর সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও সাব্বির ছিলেন আপন আলোয় উজ্জ্বল।
এবার প্রিমিয়ার লীগে টানা খেলার মাঝে বেশ ব্যস্ততার মধ্য দিয়েই সময় কাটছে সাব্বিরের। কারণ সাব্বির বিশ্বাস করেন, সে একজন একজন পারফর্মার। তার কাজ হল যেখানেই যাবেন সেখানেই ভালো খেলতে হবে।

বাংলাদেশ দলের হয়ে ২৩ টি ওয়ানডে এবং ২৬ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাব্বির। কিন্তু এখন পর্যন্ত তার টেস্ট খেলার সুযোগ হয় নি। দেশের অন্যতম সেরা এই অলরাউন্ডার জানালেন শুধু ওয়ানডে এবং টি টোয়েন্টিতেই সীমাবদ্ধ থাকতে চান না তিনি। ক্রিকেটের তিন ফরম্যাটেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান তিনি। তবে টেস্টে খেলা খুব সহজ নয় বলেও মানছেন তিনি।
১২ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে