বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৭:৫৫:৪৮

‘আমি একজন পারফর্মার, আমার কাজ হল যেখানেই যাইনা কেন সেখানেই ভালো খেলা’

‘আমি একজন পারফর্মার, আমার কাজ হল যেখানেই যাইনা কেন সেখানেই ভালো খেলা’

স্পোর্টস ডেস্ক: চলামান প্রিমিয়ার লীগে টানা খেলার মাঝে বেশ ব্যস্ততার মধ্য দিয়েই সময় কাটছে সাব্বিরের। তবে শত ব্যস্ততার মাঝেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার সতীর্থ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের খেলা ঠিকই নিয়মিত দেখেন সাব্বির।

আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দুর্দান্ত পারফর্মেন্সেরও ভূয়সী প্রশংসা করেন ২৪ বছর বয়সী সাব্বির। এরই সাথে আইপিএলের মত বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়ার জন্য নিজেকে তৈরি করছেন বলেও গণমাধ্যমকে জানান তিনি।

সাব্বির বলেন, আমি একজন পারফর্মার। আমার কাজ হল যেখানেই যাইনা কেন সেখানেই ভালো খেলা। তিনি আরও বলেন, আমি যেখানেই খেলতে যাই, আমি আমার সেরাটা দেয়ার জন্য প্রস্তুত থাকি-সেটা আইপিএল, বিবিএল (বিগ ব্যাশ লীগ) কিংবা ডিপিএলেই হোক না কেন। দিনের পর দিন আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমার সেরাটা দেয়ার জন্য।

বাংলাদেশ দলের হয়ে ২৩ টি ওয়ানডে এবং ২৬ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাব্বির। কিন্তু এখন পর্যন্ত তার টেস্ট খেলার সুযোগ হয় নি। এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের এই মারমুখী ব্যাটসম্যান বলেন, প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেটে খেলার। অবশ্য টেস্টে খেলা মোটেও সহজ ব্যাপার নয়, এই বাস্তবতাটিও মানতে হবে।
১২ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে