বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৮:০২:৪৩

প্রথম চারে আছে কেকেআর-হায়দরাবাদ, তবে কি ফাইনালে মুখোমুখি হতে পারবে সাকিব-মুস্তাফিজ?

প্রথম চারে আছে কেকেআর-হায়দরাবাদ, তবে কি ফাইনালে মুখোমুখি হতে পারবে সাকিব-মুস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক : আইপিএল থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস ও কিংস ইলেভেন পঞ্জাবের। বাকি রইল ছয় দল। তাদের মধ্যে প্রথম চারে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট লায়ন্স, কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচে দিল্লি ডেয়ারডেভিলস ও ছ’য়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এমন অবস্থায় পয়েন্ট টেবিলের প্রথম চারে কারা শেষ করবে সেটা নিয়ে চলছে বিস্তর হিসেবনিকেশ। একটা ম্যাচই বদলে দিতে পারে লিগ টেবলের চেহারা। উঠে আসতে পারে নীচের দল। এখনও পর্যন্ত সব থেকে কম ম্যাচ খেলেছে দিল্লি। যে কারণে এই মুহূর্তে পাঁচ নম্বরে থাকলেও দুটো জয়ই বদলে দিতে পারে তাদের ভাগ্য।

গুজরাত, মুম্বইয়ের ১১টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে এরই মধ্যে। হাতে রয়েছে আর তিন ম্যাচ। হায়দরাবাদ, কলকাতা ও বেঙ্গালুরুর হাতে রয়েছে চারটি করে ম্যাচ। সুযোগ রয়েছে তাদেরও।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে