শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৯:৪৭:৩৯

অবাক হবেন আপনি, হায়দারাবাদের ভাগ্য নির্ধারণ করেছেন মুস্তাফিজুর রহমান!

অবাক হবেন আপনি, হায়দারাবাদের ভাগ্য নির্ধারণ করেছেন মুস্তাফিজুর রহমান!

স্পোর্টস ডেস্ক : লড়াইটা জমে ওঠে বোলারদের মধ্যে। দুই দলের মধ্যে কেনো ব্যাটসম্যানের নেই কোনো হাফসেঞ্চুরি। বড় রানের স্কোর গড়তে পারেনি মুস্তাফিজের হায়দারাবাদ।

পরে মূল কাজটা গড়ায় বোলারদের। শীর্ষভাগে থাকেন মুস্তাফিজুর রহমান। নেরেরা, ভুবেনেশ্বরের কাঁধেও অনেক দায়িত্ব। দলের সংগ্রহ হয়েছে মাত্র ১৪৬। এই রানের মধ্যে কিভাবে দিল্লীকে বেঁধে রাখা যায় চিন্তায় সে বিষয়টি।

ম্যাচ শেষে দেখা গেল হায়দারাবাদের ভাগ্য নির্ধারণ হয় মুস্তাফিজের বোলিংয়ে! প্রতিটি ম্যাচ বিশ্লেষণ করলে দেখা যাবে এ চিত্র। এর আগের ম্যাচে হায়দারাবাদের অধিনায়ক ওয়ার্নার বলেছিলেন, মুস্তাফিজের কারণে আমরা জয় পেয়েছি।

বৃহস্পতিবার রাতে অজানা কারণে মুস্তাফিজ তার স্বাভাবিক ছন্দ হারান। হোঁচট খায় তার দল। হিসেবে নিকেষ বলছে মুস্তাফিজ তার আগের খেলাটা খেলতে পারলে জয় পেত হায়দারাবাদ।

সানরাইস হায়দারাবাদের জয়-পরাজয় যেন মুস্তাফিজের হাতের মুঠোয়। মুস্তাফিজ খুবই যে খারাপ খেলেছেন তা কিন্তু নয়। ৪ ওভারে ৩৯ রান দিয়েছেন। এটি টি-টোয়েন্টিতে অনেকটাই স্বাভাবিক।

তবে মুস্তাফিজ বলে কথা। এখানে মুস্তাফিজ সররাচর দিয়ে থাকেন ১৫ রান। বলা চলে ২০/১৫ রান বেশি দিয়ে ফেলেছেন মুস্তাফিজ। মুস্তাফিজ তার বিশেষ বৃত্তে না থাকলে দলের অবস্থা যে কি হয় সেটাই দেয়া গেল বৃহস্পতিবারের ম্যাচের সুবাধে।

১১ বল বাকি থাকতে জয় পায় দিল্লী ডেয়্যারডেবিলস। মুস্তাফিজ ছন্দে থাকলে এটি হয়তো হত না। জয় পেত হায়দারাবাদ। হায়দারাবাদের ভাগ্যই যেন নির্ধারণ করেছেন মুস্তাফিজুর রহমান!
১৩ মে ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে