শুক্রবার, ১৩ মে, ২০১৬, ১০:২৮:০৩

খেলার মাঠে বাংলাদেশের ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু নিয়ে যা লিখল ভারতের মিডিয়া

খেলার মাঠে বাংলাদেশের ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু নিয়ে যা লিখল ভারতের মিডিয়া

স্পোর্টস ডেস্ক: ঢাকায় খেলার মাঠে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারায় এক ক্ষুদে ক্রিকেটার। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন সকালে মারা যায় এই টাইগারপ্রেমী। বিকেলে ফল প্রকাশের পরে সবাই জানতে পারে ২০১৬ এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছেন তিনি।

মিরপুরের হৃদয়বিদারক এই ঘটনাটি ভারতের বিখ্যাত পত্রিকা ইন্ডিয়ান টাইমসের শীর্ষ খবর। ভারতের এই পত্রিকায় ওই কিশোর ক্রিকেটারের মৃত্যু নিয়ে যা লেখা হয়েছে সেটা সরাসরি তুলে ধরা হলো-  

খেলা চলাকালীন এক ক্রিকেটারকে স্টাম্প দিয়ে পিটিয়ে খুন করা হল বাংলাদেশে। ওই ম্যাচের উইকেটরক্ষক ১৬ বছরের বাবুল শিকদারকে স্টাম্প তুলে নিয়ে মাথায় সজোরে আঘাত করে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়ে বাবুল।

রাজধানী ঢাকায় বুধবার বন্ধুদের নিয়ে ম্যাচ খেলছিল বাবুল শিকদার। স্থানীয় পুলিশপ্রধান ভুঁইয়া মেহবুব হাসান জানিয়েছেন, এক ব্যাটসম্যান আউট হওয়ার পরই আম্পায়ারের উদ্দেশে কটূক্তি করেন উইকেটরক্ষকের পোজিশনে থাকা বাবুল। আগের বলটি নো বল হয়েছে বলে জানিয়েছিলেন আম্পায়ার। পরের যে বলে ব্যাটসম্যান আউট হন, সেটিও নো বল বলে দাবি করে আম্পায়ার পক্ষপাতিত্ব করতে পারেন বলে অভিযোগ ছিল বাবুলের। ব্যাটসম্যানকে ক্রিজে রেখে দিতেই আম্পায়ার এই কাজ করতে পারেন বলে তার মনে হয়েছিল।

কিন্তু, দ্বিতীয় বলটিতেই ব্যাটসম্যানকে আউট বলে ঘোষণা করেন আম্পায়ার। তখনই তেলে বেগুনে জ্বলে উঠে ওই ব্যাটসম্যান। স্টাম্প তুলে নিয়ে সোজা চালিয়ে দেন উইকেটরক্ষক বাবুলের মাথার পিছনে। প্রবল আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে বাবুল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

পরিস্থিতি বেগতিক দেখে তখনই পাততাড়ি গুটিয়ে পালায় অভিযুক্ত ব্যাটসম্যান। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১৩ মে ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে