শুক্রবার, ১৩ মে, ২০১৬, ১১:২০:৪৬

ভারতেই হচ্ছে পাকিস্তানের হোম ভেন্যু!

ভারতেই হচ্ছে পাকিস্তানের হোম ভেন্যু!

স্পোর্টস ডেস্ক:ক্রিকেটে ভারত-পাকিস্তান মানেই অন্যরকম উওেজনা থাকে ভক্ত-সমর্থকদের মধ্যে।দু‘দেশের সম্পর্ক সবসময় বৈরী থাকে।কিন্তু এবার সেই ভারতকে নিজেদের হোম ভেন্যু তৈরীর কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড্।পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, আমরা হয়তো আগামী জানুয়ারীতে ভারতেও নিজেদের হোম ম্যাচগুলো আয়োজন করতে পারি কিন্তু সেটি কতটুকু সম্ভবপর হবে আমার সেটি জানা নেই।’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারছে না পাকিস্তান। তাই নিজের ঘরের মাঠের ম্যাচগুলো বাধ্য হয়েই গত কয়েক বছর আরব-আমিরাতে আয়োজন করতে হচ্ছে তাদেরকে। কিন্তু এবার আরব-আমিরাত থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যেতে চাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কাকেই নিজেদের পরবর্তী হোম ভেন্যু হিসেবে চাইছে পাকিস্তান।  এ ব্যাপারে ভারতীয় ক্রিকটে বোর্ডের সাথেও কথা হয়েছে পিসিবির।

আরব-আমিরাতে অসাধারণ পারফর্ম করেই টেস্টে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। এখানে হওয়া ২৫টি টেস্টের ১৩টিই জিতেছে মিসবাহবাহিনী, অন্যদিকে হেরেছে কেবল ৫টি ম্যাচে। কিন্তু ওয়ানডে ফর্মটা যাচ্ছেতাই। ৬২টি ম্যাচের ভেতরে ৩৮টি ম্যাচেই হেরেছে পাকিস্তান জিতেছে মোটে ২২টি ম্যাচ। কিন্তু এখানে ম্যাচ আয়োজন করে পিসিবির রাজস্ব আয় একদমই হচ্ছে না।তাই ম্যাচ গুলো অন্যত্র সরিয়ে নেয়ার চিন্তা করছে পিসিবি।
১৩ মে ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে