শুক্রবার, ১৩ মে, ২০১৬, ১১:৪৯:১৪

বন্দী জীবন থেকে মুক্তি পেলাম: মামুনুল

বন্দী জীবন থেকে মুক্তি পেলাম: মামুনুল

স্পোর্টস ডেস্ক:বর্তমান সময়ে বাংলাদেশে ফুটবলের সেরা ফুটবলার মামুনুল হক।দেশের ফুটবলের এই দূর্দিনে তাকে কিনা থাকতে হচ্ছে মাঠর বাহিরে।হ্যাঁ, গত মার্চে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় ফুটবল দল থেকে বহিষ্কৃত হন মামুনুল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর যেন নতুন জীবন ফিরে পেয়েছেন জাতীয় দলের মাঝ মাঠের প্রাণ ভোমরা ও সাবেক অধিনায়ক মামুনুল । এর তিন মাস পর তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাঝের এই তিনমাস নরক যন্ত্রণায় ছিলেন বলে মন্তব্য করেছেন তারকা এই ফুটবলার।

মামুনুল বলেন, ‘ফুটবলার হয়ে না খেলতে পারার যে যন্ত্রণা, তা ভাষায় প্রকাশ করা যাবে না। অবশেষে সে বন্দী জীবন থেকে মুক্তি পেলাম।  জাতীয় দলে আমি খেলতে পারবো এটা কখনো ভাবতে পারিনি। জাতীয় দল ঘোষণা হলো অথচ সেখানে আমার নাম নেই, তা দেখতেও কষ্ট হয়েছে।’
মামুনুল আরও বলেন, ‘বাফুফেকে ধন্যবাদ, আমাকে আবার খেলার সুযোগ করে দেয়ার জন্য।যোগ্যতার প্রমাণ দিয়েই আমি আবার দলে ফিরবো।
১৩ মে ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে