শুক্রবার, ১৩ মে, ২০১৬, ১২:৫৪:৪৬

দলে আমার উপর অনেক চাপ থাকে : সাকিব

দলে আমার উপর অনেক চাপ থাকে : সাকিব

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ছন্দে ফিরতে শুরু করেছেন। কলকাতার লাইম লাইটে আসছেন তিনি। সাকিব আল হাসান জানান তার পাল্টে যাওয়ার রহস্য। সাকিব আল হাসান গণমাধ্যমের সামনে একটি লম্বা সাক্ষাৎকার দিয়েছেন।

দলে তার অবস্থান নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। কলকাতার প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। এর পরে টানা ৪টি ম্যাচে দলে ছিলেন। ভালো না খেলায় পরে আবার সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয় সাকিব আল হাসানকে।

গত ম্যাচে দলে ফিরে ভালো খেলেন তিনি।  সাকিব আল হাসান এই বিষয়ে বলেন, দলে বরাবরই আমার উপর অনেক চাপ থাকে। কলকাতায় অনেক ভালো খেলোয়াড় রয়েছে।

দলের ভালো ও এসব তারকাদের মাঝে ভালো করার জন্য চাপটা একটু বেশিই থাকে। সাকিব বলেন, এর আগের আইপিএলে প্রতি ম্যাচেই উইকেট পেয়েছি। কিন্তু এবার প্রতি ম্যাচে উইকেট পাইনা।

উইকেট না পেলে ভালো লাগে না। ব্যাটে রান পেলে আত্মবিশ্বাস বাড়ে। সাকিব বলেন, আইপিএলে এবারের পারফর্মে আমি মোটেই খুশি নই। সাকিব আল হাসান নিজেই নিজের সমালোচক।

একটি ম্যাচে ৪৯ বলে ৬৬ রান করে অপরাজিত থেকে দলে বড় ভূমিকা পালন করলেও অনুতপ্ত সাকিব। আসরের বাকি ম্যাচগুলোতে ভালো করে শেষটা রাঙ্গিয়ে দিতে চান সাকিব আল হাসান।
১২ মে ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে