শনিবার, ১৪ মে, ২০১৬, ১১:২৬:৫৮

সুয়ারেজের হ্যাটট্রিকে আবারও চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা

সুয়ারেজের হ্যাটট্রিকে আবারও চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। শনিবার রাতে গ্রানাডাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট ধরে রেখেছে দলটি। দলকে শিরোপা জেতানোর পথে এ রাতে হ্যাটট্রিক করেছেন বার্সার উরুগুয়েন তারকা ফুটবলার লুই সুয়ারেজ। ফলে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল কোচ লুইস এনরিকের শিষ্যরা। লা লিগায় কাতালান ক্লাবটির এটি ২৪তম শিরোপা।

গত মৌসুমে ট্রেবলজয়ী বার্সেলোনা এবারও স্প্যানিশ লিগে ছিল অপ্রতিরোধ্যই। তবে শেষ দিকে এসে একের পর এক অপ্রত্যাশিত ব্যর্থতায় শিরোপা জয়ের স্বপ্ন ধাক্কা খেয়েছিল কাতালানদের। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে থাকায় শনিবার লিগের শেষ রাত্রিতে জয়ের বিকল্প ছিল না লুই এনরিকের দলের সামনে। শেষ অব্দি উরুগুয়ের তারকা ফুটবলার লুই সুয়ারেজের হ্যাটট্রিকের সুবাদে সেই কাঙ্খিত জয়ে শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা।

গ্রানাডার মাঠে শুরুতে নিজেদের গুছিয়ে নিতে খানিকটা সময় লেগেছে বার্সার। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে এনরিকের শিষ্যরা। ম্যাচের ২২ মিনিটে জোর্ডি আলবার সহায়তায় গোল করে বার্সাকে এগিয়ে নেন সুয়ারেজ। এরপর ৩৮ মিনিটে দানি আলভেসের সহায়তায় দলকে ২-০ গোলে এগিয়ে নেন তিনি। ম্যাচের ৮৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। ফলে ৪০ গোল নিয়ে এবারের লিগের শীর্ষ গোলদাতার সন্মানও নিজের করে নিয়েছেন তিনি।

বার্সার কাছ থেকে লা লিগার শিরোপা ছিনিয়ে নেওয়ার মিশনে এ রাতে একই সময়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। স্বাগতিক দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে জয়ও পেয়েছে জিনেদিন জিদানের দল। কিন্তু গ্রানাডার মাঠে বার্সার জয়ে এবারও লা লিগা শিরোপা অধরাই রইল রিয়ালের।
১৪ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে