রবিবার, ১৫ মে, ২০১৬, ০৮:৩৬:৪৪

দুর্নীতিমুক্ত করতে গিয়ে শুরুতেই বিপাকে ফিফার নতুন প্রেসিডেন্ট

দুর্নীতিমুক্ত করতে গিয়ে শুরুতেই বিপাকে ফিফার নতুন প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক: দুর্নীতিতে নিমজ্জিত ফিফাকে সঠিক পথে আনার দায়িত্ব নিতে নেমে শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়লেন আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থাটির চেয়ারম্যান জিয়ান্নি ইনফান্তিনো।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফিফার প্রথম কংগ্রেস অধিবেশন আয়োজন করলেন  মেক্সিকো সিটিতে। আর সেই কংগ্রেসের এক সিদ্ধান্তের বিরোধিতার যের ধরে পদত্যাগই করে বসলেন ফিফার স্বাধীন অডিট অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির চেয়ারম্যান ডমিনিকো স্কালা।

কী এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ইনফান্তিনো! বিষয়টা হলো, দুর্নীতির অভিযোগে জর্জরিত ফিফাকে সংস্কার করে পূনর্গঠনের জন্য কাজ শুরু হয়েছিল গত বছর মে মাস থেকেই। যে ঘটনাগুলোর পরম্পরায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সেফ-র্যটার। এরপর নিষিদ্ধও হয়েছেন তিনি, ফিফার আরেকটি স্বাধীন সংস্থা এথিক্স কমিটির নির্দেশিত পথে না চলার কারণে।

সঙ্গে নিষিদ্ধ করা হয় উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকেও। শেষ পর্যন্ত প্লাতিনি নিজেকেই সরিয়ে নিলেন যখন তিনি ইন্টারন্যাশনাল কোর্ট স্পোর্টস আরবিট্রেশনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যার্থ হন। ফিফার সেই সংস্কার প্রক্রিয়ার মাঝেই নির্বাচিত হলেন ইনফান্তিনো।

তার নতুন কমিটির প্রথম কংগ্রেস অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় ফিফার নতুন কাউন্সিলের হাতে ক্ষমতা থাকবে সংস্কার পর্যালোচনা করার। ফিফার যে স্বাধীন সংস্থাগুলি রয়েছে যেমন এথিক্স কমিটি, অডিট কমিটি, ফাইন্যান্স কমিটি- এগুলোর ওপর নিয়ন্ত্রন থাকবে নতুন কাউন্সিলের। নিয়োগ, বদলি কিংবা বরখাস্ত এসব ক্ষমতাই এখন থাকবে ফিফার কাউন্সিলের ওপর।

এই সিদ্ধান্তটারই বিরোধিতা করলেন ডমিনিকো স্কালা। তিনি মনে করেন,  নতুন প্রেসিডেন্ট ইনফান্তিনোরা তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। তার কারণে এখন আর কেউ এখন আর স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তবে যে কারণেই হোক, স্কালার পদত্যাগপত্র গ্রহণ করে  তার পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দেয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে । আপাতত স্কালার ডেপুটি হিসেবে কাজ করা সিন্দি মাবাসো কোয়ানাকে দায়িত্ব দেয়া হয়েছে।

স্কালার পদত্যাগের পর তার সঙ্গে ফিফার বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময়ও হলো। স্কালা বলেন, ‘ফিফা যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে গুড গভার্নেন্সের ব্যাপক অভাব দেখা দেবে। আর যে সংস্কার আমরা পেতে চেয়েছিলাম সেটা মাঝ পথেই বিশাল এক ধাক্কা খেলো। আমি পদত্যাগ করে যারা সত্যি সত্যি ফিফাকে সংষ্কার করতে চায়, তাদের জন্য জেগে ওঠার ডাক দিয়ে গেলাম।’

তবে ফিফা তার বিবৃতিতে লিখেছে, স্কালা যে বক্তব্য দিচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং সম্পূর্ণ বানোয়াট। তবে আমরা তার পদত্যাগ পত্র গ্রহণ করছি। এই সময় থেকেই এটা কার্যকর হবে। আর ফিফার নতুন কাউন্সিল স্বাধীন সংস্থা অডিট, এথিক্স এবং ফাইন্যান্স কমিটির কাজের ক্ষেত্রকে অনেক সম্মান করে। ফিফা কাউন্সিলের ক্ষেত্রে- এই কাউন্সিল নির্বাচন করা হবে এক বছরের জন্য। ২০১৭ সালে আগের বছরের কাজের মূল্যায়ন করা হবে কাউন্সিল। এই কাউন্সিলই ফিফার পূর্ণ ক্ষমতা নিয়ন্ত্রণ করবে।’
১৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে