বুধবার, ১৮ মে, ২০১৬, ০৫:০৬:৫৭

৩০ বছর বয়স, তবুও জাতীয় দলে খেলার স্বপ্ন শরিফুলের

৩০ বছর বয়স, তবুও জাতীয় দলে খেলার স্বপ্ন শরিফুলের

স্পোর্টস ডেস্ক:  গাজী গ্রুপের হয়ে শেখ জামাল ক্রীড়া চক্র বিপক্ষে মাঠে নেমেছিলেন জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ শরীফ। নেমেই ম্যাচের ৩৪ ওভারে দেখালেন বাজিমাত। ইনিংসের টার্নিং পয়েন্টের মহা গুরুত্বপূর্ণ ওভারটির ৪র্থ, ৫ম ও ষষ্ঠ বলে উইকেট তুলে নেন ৩০ বছর বয়সী শরিফ। হ্যাট্টিক করেই ক্ষান্ত হওয়ার পাত্র নন গাজী গ্রুপের এই পেসার। পরের ওভাবে বল করতে এসে প্রথম বলেই পান আরেকটি উইকেট। অর্থাৎ টানা ৪ বলে ৪টি উইকেট পান তিনি।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে তিনি এই হ্যাট্রিক করেন।

ম্যাচ শেষে নিজের মূল্যবান হ্যাট্রিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশের প্রথম সারির এই অনলাইনের সঙ্গে কথা বলেন শরিফ।

নিউজ পোর্টালটিকে তিনি বলেছেন, আমার কাজ পারফর্ম করে যাওয়া। আমার ইচ্ছা আরো খেলে যাব। বাকিটা নির্বাচকদের ব্যাপার। আমিতো জোর করে ঢুকতে পারবো না। পারফরম্যান্সই কথা বলবে।

ঘরোয়া ক্রিকেটে ভালো ফলাফল করলেও জাতীয় দলে কেন সুযোগ হচ্ছে না শরীফের। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, ‘দুই বছর আগে আমি জাতীয় লিগে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলাম, পাশাপাশি ভালো রানও করেছিলাম। আমাকে ডাকা হয়েছিল। বলা হয়েছিল আমি ‘এ’ দলের হয়ে খেলতে যাচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে আমাকে নেওয়া হয়নি।

তবে সব কিছু পেছনে ফেলে তিনি আবারো জাতীয় দলে ফিরতে আশাবাদ ব্যাক্ত করে।
১৮ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে