বুধবার, ১৮ মে, ২০১৬, ০৫:২১:০৩

‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার জন্যই মুস্তাফিজের সাসেক্সে খেলতে যাওয়া উচিত’

‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার জন্যই মুস্তাফিজের সাসেক্সে খেলতে যাওয়া উচিত’

স্পোর্টস ডেস্ক : ইনজুরির আশঙ্কায় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ইংল্যান্ডের কাউন্টি খেলতে দিতে আপত্তি জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মুস্তাফিজের কাউন্টি খেলতে যাওয়া দলের জন্যই ইতিবাচক মনে করছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব বলেন।

হাথুরুসিংহে বলেন, সাসেক্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তির ব্যাপারে আমি খুবই সচেতন এবং তাদের কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছি। যদি সে শারীরিক ভাবে ফিট থাকে তবে সাসেক্সে খেলা তার জন্য খুবই ভালো। কারণ সামনেই ইংল্যান্ডে আমাদের চ্যাম্পিয়নস ট্রফি আছে, সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেললে সেখানকার উইকেট সম্পর্কে ভালো ধারণা পাবে সে।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মুস্তাফিজের খেলার ব্যাপারে তিনি বলেন, নিঃসন্দেহে সে টি-টোয়েন্টির জন্য এক আরাধ্য সম্পদ। আমার মতে, এটা তার উপরে নির্ভর করে। অনেকেই এখনও তার বল সম্পর্কে জানেনা। এটা তার খেলাকে নতুন মাত্রা দেবে। যদি তার শরীরের ক্ষতি না করে তবে সে খেলতেই পারে। লুকোচুরির কিছু নেই।

গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগে(পিএসএল) করাচি কিংসে নাম লিখিয়েও খেলতে যাননি মুস্তাফিজ। সেবারেও এই একই শঙ্কা ছিল। এবারের এই শঙ্কা কাটিয়ে মুস্তাফিজের কাউন্টি খেলা হবে কিনা এখনই কিছু বলা যাচ্ছে না।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে