বুধবার, ১৮ মে, ২০১৬, ০৫:৩৩:০৭

এবিডি ভিলিয়ার্সের ব্যাট করা দেখলে লজ্জা পান কোহলি

এবিডি ভিলিয়ার্সের ব্যাট করা দেখলে লজ্জা পান কোহলি

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে বাইশ গজে প্রতিনিয়ত ঝড় তুলছেন৷ ভাঙছেন একের পর এক রেকর্ড৷ শেষ ২৫ টি টি-টোয়েন্টিতে ১৩৭৭ রান ঝুলিতে ভরেছেন৷ অর্থাৎ ব্যাটিং গড় ৯৩৷ যা ভাবলে অবাস্তব মনে হয়৷ সেই বিরাট কোহলি কি না ব্যাট করতে লজ্জা পান?

যাঁর হাতে পড়লে ব্যাট রীতিমতো কথা বলে, তাঁর আবার কিসের ভয়? আসলে কোহলি বলছেন, এবিডি ভিলিয়ার্সের পার্টনার হিসেবে ব্যাট করতে লজ্জা পান তিনি৷

টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা ব্যাটসম্যান হয়েও কোহলি বলছেন  ভিলিয়ার্সের মতো ব্যাটিং করা অসম্ভব৷ গত শনিবার গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ৫২ বলে ১২৯ রানে অপরাজিত ছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান৷ নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে তাঁর সেই বিধ্বংসী ইনিংসের সাক্ষী ছিলেন আরসিবি নেতা৷

কোহলি বলেন, “ও যে ধরনের শট খেলে, তাতে বেশ লজ্জা পাই৷ মনে হয়, এসব অনবদ্য শট আমি কখনও মারতে পারব না৷ ওর সুইপ শটে বল চলে যায় গ্যালারির ছাদে! এমনটা কখনও শুনিনি৷”
১৮মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে