বুধবার, ১৮ মে, ২০১৬, ০৬:৩২:১৭

নাবিল সামাদের বোলিং তোপে পড়ে মাশরাফিদের পরাজয়

নাবিল সামাদের বোলিং তোপে পড়ে মাশরাফিদের পরাজয়

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না হ্যামিলটন মাসাকাদজা। ব্রাদার্স ইউনিয়নের তরুণ বোলার নাবিল সামাদের বোলিং তোপে পড়ে সহজেই হার মানতে হয়েছে মাশরাফিদের।

বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট  লিগের (ডিপিএল) ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৯ রানে হারলো মাশরাফি বিন মুর্তজার দল কলাবাগান ক্রীড়া চক্র।

সাত ম্যাচে মাশরাফিদের এটি পঞ্চম হার। পয়েন্ট টেবিলে তারা এখন শেষদিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম অবস্থানে আছে তুষার ইমরানের দল।

এদিন সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে ব্রাদার্স ইউনিয়ন।

দলের পক্ষে ইমরুল কায়েস ৬৭ ও তুষার ইমরান ৭৭ রান করেন। কলাবাগানের পক্ষে দেওয়ান সাব্বির ২টি, শরীফুল্লাহ ২টি, হ্যামিলটন মাসাকাদজা ২টি, আব্দুর রাজ্জাক ২টি করে উইকেট নেন।

পরে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করতে সমর্থ হয় কলাবাগান। দলের পক্ষে অন্য সবাই ব্যর্থ হলেও হ্যামিলটন মাসাকাদজা সেঞ্চুরি করেন। ১০৫ বল খেলে তিনি করেন ১১১ রান। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন নাবিল সামাদ। ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান মাসাকাদজা।
১৮ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে