বুধবার, ১৮ মে, ২০১৬, ০৭:০০:৪৩

‘মুস্তাফিজ, টাইগার দ্য অলরাউন্ডার’

‘মুস্তাফিজ, টাইগার দ্য অলরাউন্ডার’

স্পোর্টস ডেস্ক : কাটার মাস্টার খ্যাত বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলার জন্য ভারতে অবস্থান করছেন। আইপিএলে এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন তিনি। আর সেখানে মুস্তাফিজ বেশ ভালো সময়ই পার করছেন। সতীর্থদের সঙ্গে একেবারে প্রাণখুলে মিশে গিয়েছেন এ বিস্ময়বালক।

ক্রিকেটে যেমন তিনি পারদর্শী, অন্যান্য দিকেও সমান পারদর্শিতার প্রমাণ রাখছেন বাংলাদেশের এই টাইগার। কখনো তাকে দেখা যাচ্ছে বিলিয়ার্ড খেলতে, কখনো স্পোর্টস গাড়ি চালাতে, কখনো দেখা যাচ্ছে পুলে ভলিবল খেলতে। আবার কখনো দেখা যাচ্ছে দলের সতীর্থদের তিনি বাংলা ভাষা শেখাচ্ছেন। এছাড়াও দলের সবার সঙ্গে মিলে ইংরেজি গানে অংশ নিতেও দেখা গেছে তাকে।

ক্রিকেটে তিনি একজন বোলারের ভূমিকা পালন করলেও এর বাইরে তাকে অলরাউন্ডারই মনে হচ্ছে।

প্রথমে ভারতে গিয়ে মুস্তাফিজ একটু ভাষাগত সমস্যায় পড়েন। তবে নিজের প্রতিভাগুণে সে সমস্যাও তিনি কাটিয়ে উঠেছেন। নিজে ইংরেজি না শিখলেও বাংলা ভাষা শিখিয়েছেন সতীর্থদের। হায়দরাবাদ দলের একটি ভিডিওতে দেখা যায় তিনি ট্রেন্ট বোল্টকে বলছেন, ‘কেমন আছো?’

এছাড়া তার জন্য দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার নিজেই শিখছেন বাংলা ভাষা। তিনি এখন পানি, ঠান্ডা পানি প্রভৃতি বাংলা শব্দও বলতে পারছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই দলের কোচ টম মুডি এবং মেন্টর ভিভিএস লক্ষণও। তাই বলে যে মুস্তাফিজ একেবারেই ইংরেজি এড়িয়ে চলছেন, তা কিন্তু নয়। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ জয়ের পর সতীর্থদের সঙ্গে তাকেও দলীয় সঙ্গীতে গলা মেলাতে দেখা যায়।

যেদিকেই মুস্তাফিজ যাচ্ছেন সফল হয়েই ছাড়ছেন। আইপিএলের মতো টুর্নামেন্টে অর্জন করেছেন নানা খেতাব। যার মধ্যে অন্যতম হলো টি২০ ক্রিকেটে সবচেয়ে কৃপণ বোলারের খ্যাতি। সেই সঙ্গে অর্জন করেছেন ডেথ ওভারে বোলিংয়ের যোগ্যতাও। ১২ ম্যাচ খেলে নিয়েছেন ১৪টি উইকেট। ইকোনমি রেটের ক্ষেত্রেও তিনি সবার থেকেই এগিয়ে রয়েছেন।

মুস্তাফিজ নিজের সহজ সরল আচরণ দিয়ে জয় করে নিয়েছেন সবার মন। দলের সবাই তার সারল্যে মুগ্ধ। সবাই তাকে সেখানে ‘দ্য ফিজ’ বলেই ডাকে। অনেকেরই এখন দাবি- ভারতে হার্ট থ্রব ব্যাটসম্যান বিরাট কোহলির থেকে তার ভক্ত অনেক বেশি। আইপিএলে সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচনের তালিকাতেও স্থান পেয়েছে তার নাম। ৯৬ শতাংশ ভোট নিয়ে অবস্থান করছেন সবার ওপরে।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে