বুধবার, ১৮ মে, ২০১৬, ০৭:১৪:১৫

আবারও ব্যাটিং-বোলিংয়ে কেরামতি দেখালেন শাওন ও পিনাক

আবারও ব্যাটিং-বোলিংয়ে কেরামতি দেখালেন শাওন  ও পিনাক

স্পোর্টস ডেস্ক: কয়েক মাসে আগে ঘরে মাঠে অর্নূধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্তা খেলেছেন এই দুই টাইগার। সেবায় তাদের ব্যাটিং বোলিংয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন হয়েছিল। মাঝখানে  কিছু মাস বিরতি দিয়ে আবারও ব্যাটিং-বোলিংয়ে কেরামতি দেখালেন শাওন-পিনাক।   

বুধবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শাওন গাজীর বোলিং ঘুর্নিতে ৫৩ রানের জয় পেয়েছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। তবে এদিন ভিক্টোরিয়া হারলেও দলের হয়ে ব্যাটিং ঝড় দেখান পিনাক ঘোষ।

টস জিতে আগে ব্যাটিং করে সিসিএস ৪৯.৪ ওভারে ২৫৯ রান করে। এদিন সিসিএসের ব্যাটিং অর্ডার ব্যাপক রদবদল করা হয়। ওপেনিংয়ে তুলে আনা হয় অভিজ্ঞ ব্যাটসম্যান রাজিন সালেহকে।

পিনাক ঘোষ-রাজিন সালেহ মিলে ওপেনিং জুটিতে ৮৪ রান যোগ করেন। পিনাক ঘোষ ব্যক্তিগত ৪২ রানে আউট হলে ক্রিজে নামেন সাইফ হাসান। কিছুক্ষণের মধ্যে রাজিন সালেহ ফিরে যান ৪২ রান করে।

এরপর সালমান হোসেন ও সাইফ হাসান মিলে গুরুত্বপূর্ণ ৯৮ রানের জুটি গড়েন। শেষ দিকে সাঈদ সরকার (১৭) ও নাসুম আহমেদের (১৫) ঝড়ো ব্যাটিংয়ে সিসিএস ২৫৯ রানে পৌঁছে।

ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে কামরুল হাসান রাব্বি ৫৪ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া চাতুরাঙ্গা সিলভা চারটি ও সোহরাওয়ার্দী শুভ দুটি উইকেট নিয়েছেন।

২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৪৪ রানে ওপেনিং জুটি ভাঙে ভিক্টোরিয়ার। মিডল অর্ডারে নাদিফ চৌধুরী কিছুটা লড়াই করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। তিনি ৫০ রান করে রাজিন সালেহ'র শিকারে পরিণত হন।
এছাড়া আব্দুল মাজিদ ৩৯ ও ডলার মাহমুদ ২৯ রানের ইনিংস খেলেন।

সিসিএসের বোলারদের মধ্যে সালেহ আহমেদ শাওন সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন শাওন। এছাড়া নাসুম আহমেদ নিয়েছেন দুটি উইকেট।
১৮ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে