বুধবার, ১৮ মে, ২০১৬, ০৮:১৭:০০

খেলার মাঠে মৃত্যু হয়েছে ৬ জন গ্রেট ক্রিকেটারের!

খেলার মাঠে মৃত্যু হয়েছে ৬ জন গ্রেট ক্রিকেটারের!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠ খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের জায়গা। ক্রিকেটের বিনোদনমূল্যও অনস্বীকার্য। কিন্তু আনন্দের এই খেলার মাঠেও কখনও কখনও ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। এখানে রইল এমন ৬ জন গ্রেট ক্রিকেটারের নাম। যাদের মৃত্যু হয়েছিলো ক্রিকেট খেলার মাঠে। আসুন দেখে নিন। তারা কারা—

১. অ্যান্ড্রিউ ডুকাট(ইংল্যান্ড, ১৮৮৬-২৩ জুলাই ১৯৪২): সারের হোম গার্ডদের হয়ে সাসেক্স-এর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ৫৬ বছর বয়সি ডুকাট। খেলা চলছিল লর্ডস-এ। খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অ্যান্ডির।

২. আব্দুল আজিজ (পাকিস্তান, ১৯৪১-১৭ জানুয়ারি ১৯৫৯): করাচির হয়ে পাকিস্তান কম্বাইন্ড সার্ভিসের বিরুদ্ধে ব্যাট করছিলেন আব্দুল। অফব্রেক বোলার দিলদার হোসেনের একটি বল বুকে লাগলে লুটিয়ে পড়েন আব্দুল। আর জ্ঞান ফেরেনি তাঁর।

৩.উইল্ফ স্ল্যাক (ইংল্যান্ড, ১৯৫৪-১৫ জানুয়ারি, ১৯৮৯): এই বাঁ হাতি ব্যাটসম্যান ইংল্যান্ডের হয়ে কিছু আন্তর্জাতিক ম্যাচও খেলেছিলেন। গাম্বিয়ায় একটি ম্যাচে ব্যাট করার সময়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান উইল্ফ। পরে হৃদরোগে মৃত্যু হয় তাঁর।

৪. রমণ লাম্বা (ভারত, ১৯৬০-২৩ ফেব্রুয়ারি, ১৯৯৮): ভারতের হয়ে টেস্ট ও ওয়ান ডে খেলা এই ক্রিকেটার বাংলাদেশ লিগের একটি ম্যাচে শর্ট লেগে ফিল্ডিং করার সময়ে ব্যাটসম্যান মেহরাব হোসেনের ব্যাট থেকে ছিটকে আসা একটি বল লাগে লাম্বার রগে। মাথার ভিতরে রক্তক্ষণের কারণে তিন দিন পরে মৃত্যু হয় তাঁর।

৫. ওয়াসিম রাজা (১৯৫২- ২৩ অগস্ট ২০০৬): পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ওয়াসিম ইংল্যান্ডে সারের হয়ে একটি ম্যাচ খেলার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওয়াসিম ছিলেন বিখ্যাত ব্যাটসম্যান রামিজ রাজার দাদা।

৬. ফিলিপ হিউজ (অস্ট্রেলিয়া, ১৯৮৮-২৭ নভেম্বর ২০১৪): সাউথ অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে সিডনিতে ব্যাট করার সময়ে সিন অ্যাবোটের বাউন্সার ঘাড়ে লাগে ফিলিপের। ভার্টিবাল আর্টারিতে আঘাত লেগে মারা যান ফিলিপ।-এবেলা

১৮ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে