বুধবার, ১৮ মে, ২০১৬, ০৮:৫২:০৮

বিফলে গেল মাসাকাদজার সেঞ্চুরিটা, আপসোস মাশরাফিও

বিফলে গেল মাসাকাদজার সেঞ্চুরিটা, আপসোস মাশরাফিও

স্পোর্টস ডেস্ক: লক্ষমাত্রা ২৬৩। জয়ের জন্য ৪ ওভারে কলাবাগান ক্রীড়া চক্রের দরকার ছিল মাত্র ২২ রান। হাতে ছিল ৬টি উইকেট। অথচ এই রানটাই করতে পারল না মাশরাফি বিন মর্তুজার দল! ১২ রানের মধ্যে ওই ৬ উইকেট খুইয়ে জেতা ম্যাচটাই হেরে বসল কলবাগান সিএ।

৯ রানের দারুণ জয় পেল ব্রাদার্স ইউনিয়ন। নাটকীয় হারে বৃথাই গেল হ্যামিল্টন মাসাকাদজা সেঞ্চুরিটা।সাভার বিকেএসপিতে এভাবেই জিততে জিততে হেলে গেলেন মাশরাফিরা।

টস জিতে বল হাতে ব্রাদার্স ইউনিয়নকে ২৬২ রানের মধ্যে গুটিয়ে দিয়েছিল মাশরাফির কলাবাগান সিএ। ইমরুল কায়েস (৬৭) ও তুষার ইমরানের (৭৭) অর্ধশতকের উপর দাঁড়িয়ে চ্যালেঞ্জিং এই পুঁজি গড়েছিল ব্রাদার্স।

লক্ষ‌্যটা কোনোভাবেই সহজ বলা যাবে না। কিন্তু ব্রাদার্সকে জবাব দিতে নেমে যেভাবে ব্যাট করেছে কলাবাগান তাতে মাশরাফিদের জয় শুধুই সময়ে ব্যাপার মনে হচ্ছিল। জয়ের রাস্তাটা সহজ করে দিয়েছিল মাশরাফিদের টপঅর্ডার। দুই ওপেনার সমান ৩০ রান করে ফিরে গেলেও মাসাকাদজার ব্যাট কক্ষপথেই নিয়ে যাচ্ছিল কলাবাগানকে।

তাসামুল হককে নিয়ে ১২২ রানের জুটি গড়ে তোলেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। ৪৫ রানে বাইশ গজ ছেড়ছেন তাসামুল।
৪২তম ওভারের চতুর্থ বলে তাসামুল যখন সাজঘরে ফিরে যাচ্ছিলেন তখনও শঙ্কাটা উঁকি দেয়নি। ২১০ রানে তৃতীয় উইকেটের পতনটাই কাল হলো কলাবাগানের জন্য। একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখার পর মাসাকাদজাও শরিক হলেন তাদের।

যাওয়ার আগে ১১১ রানের ঝলমলে একটা ইনিংস উপহার দিয়ে গেছেন মাসাকাদজা। কিন্তু তাঁর বিদায়ের পর জেতা ম্যাচটা অবিশ্বাস্যভাবে হেরে যায় কলাবাগান। মিডল ও লোয়ার অর্ডারের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংই হতাশায় ডুবিয়েছে তাদের। এদিন তাদের এতটাই নাকাল অবস্থা হয়েছিল যে শেষ ৭ ব্যাটসম্যানের কেউ ব্যক্তিগত ৬ রানের বেশি সংগ্রহ করতে পারেনি।

নাবিল সামাদ ও সাদিকুর রহমান কলাবাগানের মিডল ও লোয়ার অর্ডারে ধ্বংসস্তুপে পরিণত করেন। নাবিল তুলে নিয়েছেন ৪ উইকেট। দুটি শিকার সাদিকুরের। তবে কলাবাগান জেতা ম্যাচ হেরে গেলেও ম্যাচসেরা হয়েছেন তাদেরই বিদেশি তারকা মাসাকাদজা।
১৮ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে