বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ১২:০০:৪০

এবার বৃষ্টি ভেজা মাঠে ৫০ বলে ১১৩ রান করলেন কোহলি

এবার বৃষ্টি ভেজা মাঠে ৫০ বলে ১১৩ রান করলেন কোহলি

স্পোর্টস ডেস্ক: দুরন্ত ব্যাটিং ষ্টাইল বিরাট কোহলির। কিছুতেই থামানো যাচ্ছে না তাঁর ব্যাটিং কেরামতি। একে পর এক প্রতিপক্ষ বোলারদের নাচানি-চুবানি দিয়ে যাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অধিনায়ক।

কলকাতার ইডেন গার্ডেন্সে কিছুদিন আগে বিরাট ব্যাট করে বিধ্বংস করেছিলেন কেকেআরকে। এর আগে তার ব্যাটে কাবু হয় হয়েছিল গুটরাট লায়ন্স। এবারের আইপিএল শুরু থেকেই বিরাট জ্বলছে।

গুটরাট লায়ন্সের বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলার পর কলকাতার বিপক্ষে করেন ৭৫ রান। ফর্মের থাকা সেই কোহলির শতকে এবার রানের পাহাড় গড়েছে বেঙ্গালুরুর।

বুধবার কিংস পাঞ্জাবের বিপক্ষে ক্রিস গেইল ও বিরাট কোহলির ঝড়ো ইনিংসে রানের পাহাড় গড়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন টেসে হেরে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। বৃষ্টিতে দেরিতে খেলা শুরু হওয়ায় ১৫ ওভারে খেলা নির্ধারণ করা হয়।

গেইল ৩২ বলে ৭৩ রান করে আউট হন। ৭টি ছয় ও চারটি চার ছিল তার ইনিংসে। কোহলিও ঝড়ো ইনিংস খেলেন। করেন এবারের টুর্নামেন্টে তার তৃতীয় শতক। ৫০ বলে ১১৩ রান করে আউট হন। নির্ধারিত ১৫ ওভারে শেষে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২১১ রান।
১৮ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে