বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ১২:০৪:৪৯

ভোট দিন মুস্তাফিজকে, কমে গেছে তার ভোট!

ভোট দিন মুস্তাফিজকে, কমে গেছে তার ভোট!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছর যেতে না যেতেই বিদেশি লিগগুলো থেকে ডাক এসেছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। প্রথমবারের মতো এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হয়েছে মুস্তাফিজের। হায়দরাবাদের প্রথম ম্যাচ থেকেই আইপিএলের মধ্যমণি ছিলেন তিনি।

প্রতিপক্ষের জন্য মুস্তাফিজ এখন ত্রাস। বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও তাকে সমীহ করে খেলছেন তাকে। ডেথ ওভারের রাজা বলা হচ্ছে এই ক্রিকেটের এই বিস্ময় বালককে। এ পর্যন্ত ১২টি ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ১৪টি। তবে ইকোনমি রেটের দিক থেকে এগিয়ে মুস্তফিজ।

এবারের আইপিএলে ওভার প্রতি সবচেয়ে কম রান দেওয়া বোলারের তালিকায় তিনি এক নম্বরে। তিনি প্রতি ওভারে গড়ে ৬.৬৬ রান দিয়েছেন। এই সব কারণেই এবারের আইপিএলে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনে এগিয়ে রয়েছেন বাংলাদেশের এই টাইগার বোলার।

আইপিএলের নবম আসরে ‘Emerging Player of the Season’ শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচন করা হচ্ছে। এ তালিকায় রয়েছেন মোট পাঁচজন বোলার। তারা হলেন মুস্তাফিজুর রহমান, ক্রুনাল পান্ডে, জসপ্রিত বুমরাহ, লকেশ রাহুল, আ্যাডাম জাম্পা, শিবিল কৌশিক, কেন রিচার্ডসন, মুরুগান অশ্বিন প্রমুখ।

মজার ব্যাপার হলো, আইপিএল শেষ হতে এখনো বেশ কয়েকটা ম্যাচ বাকি। কিন্তু এরই মধ্যে সর্বোচ্চ ভোট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের এই কাটার বয়। অনলাইনে এই ভোট প্রক্রিয়ায় মুস্তাফিজ প্রায় ৯৫.৪ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ক্রুনাল পান্ডে, জসপ্রিত বুমরাহ, লকেশ রাহুল, আ্যাডাম জাম্পা, শিবিল কৌশিক যথাক্রমে ১.১, ০.৯, ০.৮, ০.৬ ও ০.৫ শতাংশ ভোট পেয়েছেন(এই প্রতিবেদন প্রকাশের পূর্ব মুহুর্ত পর্যন্ত)।

এর আগে মুস্তাফিজের ভোট ছিল ৯৮.২ শতাংশ। ৯৮.২ শতাংশ থেকে কমে হয়েছে এখন ৯৫.৪। বাঙালি বীরের জাতি হারতে জানে না। তাই ভারতের বুকে মুস্তাফিজকে জয়ী করতে ভোট দিন মুস্তাফিজকে। আপনার একটি ভোটেই বাংলাদেশের মুস্তাফিজ হতে পারবেন আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়।

অনলাইনে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যে কেউ। মুস্তাফিজকে ভোট দিতে www.iplt20.com ঠিকানায় প্রবেশ করে ইমার্জিং প্লেয়ারের (Emerging Player of the Season) অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে মুস্তাফিজকে ভোট দেয়া যাবে।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে