বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৯:২৩:১৫

মুস্তাফিজ তো মানুষ নয়, ও জিন হয়ে গেছে: রুবেল হোসেন

মুস্তাফিজ তো মানুষ নয়, ও জিন হয়ে গেছে: রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক: মাত্র একবছর ক্যারিয়ার জীবনে যা চাওয়া-পাওয়ার সবই পেয়েছেন সাতক্ষীরার মুস্তাফিজুর রহমান। কাউন্টি লিগ, আইপিএল, পিএসএল ও আইসিসির সেরা একাদশে স্থান পাওয়া সবই তার এই এক বছর ক্যারিয়ার জীবনে পাওয়া। সর্বশেষ জাতীয় দলের এই উদীয়মান পেসার খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

মাত্র এক বছর ক্যারিয়ারে মুস্তাফিজুর রহমানের শ্রেষ্ঠত্ব স্বীকারে আপত্তি নেই রুবেলের। বাংলাদেশের নতুন এ বোলিং বিস্ময়কে নিয়ে কোনো তুলনায়ই যেতে না চাওয়া রুবেল যেন ভিনগ্রহের বোলারই বলতে চাইলেন ‘দ্য ফিজ’ নামেও খ্যাতি পেয়ে যাওয়া তরুণকে, ‘মুস্তাফিজ তো মানুষ নয়, ও জিন হয়ে গেছে!’ তাঁর নেতৃত্বেই বাংলাদেশ দলের পেস বোলিংকে আরো ধারালো করার স্বপ্নের কথাও বললেন, ‘মুস্তাফিজের কাটার আমাকে দিয়ে হবে না। আমার সাইড আর্ম অ্যাকশনে ওটা করা কঠিনও। তাই নিজের সেরা অস্ত্রগুলোরই ধার বাড়ানোর চেষ্টা করছি। এই যেমন ইয়র্কার, বাউন্সার এবং গুড লেন্থে জোরে হিট করা। মুস্তাফিজ আইপিএলে গিয়েও প্রমাণ করেছে, ও-ই এখন বিশ্বের সেরা ডেথ বোলার। ডেথ ওভারে আমরা অন্যরাও ওকে সহায়তা করতে পারলে বাংলাদেশ দলকে আরো শক্তিশালী দেখাবে।’

প্রসঙ্গত, জাতীয় দলে ফেরার লড়াইয়ে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৭ ম্যাচে ২৭.৮৮ গড় ও ৪.৭৩ ইকোনমি রেটে ৯ উইকেট তুলেছেন রুবেল।
১৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে