বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৫:১১:২৩

আল আমিন আরো যত্ন নিতে বললেন মুস্তাফিজের!

আল আমিন আরো যত্ন নিতে বললেন মুস্তাফিজের!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সর্বত্রই মুস্তাফিজুর রহমানের জয়জয়কার। দিনে দিনে তাকে নিয়ে আলোচনার গণ্ডিটা বেড়েই চলেছে। নিজের পারফরম্যান্স দিয়ে মুস্তাফিজ গোটা ক্রিকেট বিশ্বের সবার নজর কেড়ে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের বেশিরভাগ সাফল্যেই মুস্তাফিজের অবদান অনস্বীকার্য। ভারত, দক্ষিণ আফ্রিকার মত দেশের বিপক্ষে সিরিজ জয় এসেছে অনেকটা তার কারণেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মুস্তাফিজ এখন আলো ছড়াচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল)। এবারের আইপিএলে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা সানরাইজার্স হায়দারাবাদের ওপরে উঠে আসার নেপথ্যেও মুস্তাফিজের ভূমিকা অনেকাংশে বলেই উল্লেখ করেছেন ভারতীয় গণমাধ্যম।

বাংলাদেশ ক্রিকেট দলে মুস্তাফিজের সতীর্থ হলেন আল-আমিন। মুস্তাফিজের প্রসঙ্গে বাংলাদেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, মুস্তাফিজ অনেক প্রতিভাবান বোলার। ও আমাদের জন্য বড় সম্পদ। আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওর আরও যত্ন নেবে।

তিনি বলেন, সে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিতে পারবে। কারণ ও হচ্ছে ম্যাচ উইনিং বোলার। এরকম বোলার থাকলে ভবিষ্যতে আমাদের অনেক ম্যাচ জেতা সম্ভব হবে।

আপনারা দু’জনই স্লোয়ার বলগুলো করেন শেষের দিকে। সে ক্ষেত্রে মুস্তাফিজের বোলিং এবং আপনার বোলিং-এ দুটোর মাঝে কি রকম পার্থক্য খুঁজে পান জানতে চাইলে আল-আমিন বলেন, আসলে দুজনের বৈচিত্র একরকম নয়। অনেকে ইয়র্কার দেয়, অনেকে স্লোয়ার দেয় বা অনেক সময় বাউন্সার দেয়; কিন্তু ওর (মুস্তাফিজের) স্লোয়ারটা একটু ব্যাতিক্রম।

এ বিষয়ে তিনি আরও বলেন, সাধারণত আমরা স্লোয়ার বলগুলো যে গ্রিপটাতে করি, ও এগুলোর থেকে আলাদা। সবাই অফ কাটার, লেগ কাটার করে; কিন্তু সবারটা বোঝা গেলেও ওরটা বোঝা যায় না।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে