বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৫:১৩:৪৪

রোনালদোর রেকর্ড ভাঙলেন রেনাতো

রোনালদোর রেকর্ড ভাঙলেন রেনাতো

স্পোর্টস ডেস্ক: সদ্যশেষ হওয়া স্প্যানিশ লা লিগায় আসরে শেষের কয়েক ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পর্তুগিজ তারকা। এমনটাই মনে করেছেন ফুটবল বিশ্লেষকরা। অভিজ্ঞরা মনে করছেন রোনালদোর কিছু ভুলের কারণে লা লিগার শিরোপা ঘরে তুলতে পারেনি রিয়াল মাদ্রিদের মত বিশ্বমানের ক্লাবটি।

ফুটবল বিশ্লেষকদের কথাগুলো কতটা সত্যি তা আরও একবার প্রমাণ মিলো। রোনালদোর গড়া দুর্দান্ত এই রেকর্ডটা ভাঙার পর। রিয়াল মাদ্রিদের এই তারকার খেলোয়াড়ের এমন রেকর্ডটি ভাঙার পর পরই ফুটবল বিশ্বে ব্যাপক হৈচৈ পড়ে গিয়েছে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর এই রেকর্ডটি ভেঙেছেন রেনাতো স্যাঞ্চেস৷ পর্তুগালের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে দেশের জার্সি গায়ে চাপানোর নজির ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর৷ এবার সেই রেকর্ড চলে এসেছে রেনাতোর দখলে৷

২০০৪ ইউরো কাপে রোনালদো পর্তুগালের জার্সিতে অভিষেক হয়েছিল৷ তখন তাঁর বয়স ছিল ১৯ বছর চার মাস৷ রেনাতো যখন জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন তাঁর বয়স হবে ১৮ বছর ১১ মাস৷ বেনফিকা থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন রেনাদো।

৪০ মিলিয়ন ডলারে জার্মান জায়ান্টদের জার্সি গায়ে চাপিয়েছেন বেনফিকাকে টানা তিনবার প্রিমেইরা লিগ দেওয়া ফুটবলার৷গত বুধবার ফার্নান্ডো স্যান্টোস ইউরোর জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন৷ সেই দলে সুযোগ পেয়েছেন রেনাদো৷ রোনালদো অ্যান্ড কোং ১৫ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে ইউরোর অভিযান শুরু করবে৷  ১৯ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে