বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৫:৫০:২৩

লিডসে চলছে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড ক্রিকেট দলের হাড্ডাহাড্ডি লড়াই

লিডসে চলছে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড ক্রিকেট দলের হাড্ডাহাড্ডি লড়াই

স্পোর্টস ডেস্ক: ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পর মূল ধারার ক্রিকেটে লড়াই করতে নেমে পড়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু'দল।

লিডসে দু'দলের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টা দিকে। টসে জিতে প্রথম ব্যাট করছে ইংল্যান্ড ক্রিকেট দল।তবে ব্যাট করতে মাঠে নেমে খুব বেশি সুবিধা করতে পারছে না ইংলিশ ব্যাটসম্যানরা।

লঙ্কান বোলারদের হাড় কিপাটে বোলিংয়ে ইতিমধ্যে ইংলিশরা তিন উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড় করছে ২৩ ওভার শেষে ৬১ রান। এই রিপোর্ট লেখার সময় ক্রিজে ব্যাট করছেন এডি হেলস (৩১) এবং জে.এম ভিনসেন্ট (০) রান নিয়ে। সাজঘরে ফিরেছেন আলিষ্টান কুক, কম্পটন এবং জো রুট। লঙ্কান দলের হয়ে তিন উইকেট পেয়েছেন দাসুন শানাকার।
 
এ ম্যাচে ওয়ার্ম আপ ম্যাচে দারুণ পারফর্ম করায় অভিষেক হয়েছে অলরাউন্ডার দাসুন শানাকার। অন্যদিকে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই ফেভারিট ইংল্যান্ড। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটেও তাদের দারুণ সময় কাটছে। আর ইংলিশ বর্ষসেরা ব্যাটসম্যান জো রুটের পারফরম্যান্সের সাথে কুক-স্টোকসরা আছেন সাদা পোশাকের ক্রিকেট খেলতে মুখিয়ে।
১৯ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে