বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৭:০৫:৪৭

আইপিএলে কোহলির ৪ হাজার রান, ৩৪৮টি চার ও ১৪৬টি ছক্কার সাহায্যে

আইপিএলে কোহলির ৪ হাজার রান, ৩৪৮টি চার ও ১৪৬টি ছক্কার সাহায্যে

স্পোর্টস ডেস্ক: দুরন্ত ব্যাটিং ষ্টাইল বিরাট কোহলির। কিছুতেই থামানো যাচ্ছে না তাঁর ব্যাটিং কেরামতি। একে পর এক প্রতিপক্ষ বোলারদের নাচানি-চুবানি দিয়ে যাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অধিনায়ক।

মোট কথা হচ্ছে, চলতি আইপিএলে কোহলি ব্যাট হাতে যেভাবে ঝড় তুলছেন, তাতে একের পর এক মাইলফলক তার নামের পাশে যুক্ত হবে এটাই স্বাভাবিক। চার-ছক্কার ফুলঝুলিতে বিরাট এবারের আইপিএল ক্যারিয়ারে ছুঁয়ে ফেললেন চার হাজার রানের মাইলফলক।

কী অবিশ্বাস্য ব্যাটিং! পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারে যার ব্যাটে কোন সেঞ্চুরি ছিল না, তার ব্যাটে কি না এবারের আইপিএলেই চলে এলো চারটি সেঞ্চুরি। মাত্র ১৩ ম্যাচ খেলে ৪ সেঞ্চুরি এবং ৫ হাফ সেঞ্চুরির সাহায্যে তার ব্যাটে রান উঠেছে ৮৬৫টি। গড় ৮৬.৫০ করে এবং স্ট্রাইকরেট ১৫৫.০১। যদিও কোহলির সতীর্থ ডি ভিলিয়ার্সের স্ট্রাইকরেট আরও বেশি। ১৭২.৫৪ করে।

গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করার পর ৫০ বলে আউট হয়েছেন ১১৩ রানে। এই ইনিংস দিয়েই প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৪০০০ রানের মাইলফলক পূর্ণ করে ফেললেন কোহলি। ভারতীয় এই ক্রিকেটার আইপিএলে ৪ হাজার রান পূর্ণ করতে পুরো ক্যারিয়ারে ৩৪৮টি চার ও ১৪৬টি ছক্কার সাহায্যে নিতে হয়েছে।          


আইপিএল শুরুর আগে কোহলি ছিলেন এই তালিকায় চতুর্থ স্থানে। আইপিএলে এখনও পর্যন্ত ১৩৬টি ম্যাচ খেলেছেন কোহলি। ব্যাট করার সুযোগ পেয়েছেন ১২৮ ইনিংসে। পাঞ্জাবের বিপক্ষে ১১৩ রান করার পর তার সর্বমোট রান এখন ৪০০২। গড় ৩৭.৭৫ করে। সেঞ্চুরি ৪টিই। হাফ সেঞ্চুরি ২৪টি। এবারের আইপিএলে ৪টি সেঞ্চুরি করে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন কোহলি।
১৯ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে