বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৭:২৯:২৮

ক্রিকেটের ভাষা দিয়েই ভারতের বিজ্ঞাপনে মুস্তাফিজ!

ক্রিকেটের ভাষা দিয়েই ভারতের বিজ্ঞাপনে মুস্তাফিজ!

স্পোর্টস ডেস্ক : স্লোয়ার-কাটার-ইয়র্কার সব ক্ষেত্রেই বাংলাদেশের মুস্তাফিজ দিনে দিনে ছাড়িয়ে যাচ্ছেন সকলকে। অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের হয়ে নিজের কারিশমা দেখিয়ে আসছেন তিনি। ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিজের কারিশমা দেখাচ্ছেন আর প্রশংসা পাচ্ছেন গোটা ক্রিক্রেট বিশ্বের তারকাদের কাছ থেকে।

বাংলা ছাড়া আর কোনো ভাষাই জানেন না এই কাটার মাস্টার। তবে ক্রিকেটের ভাষাটা তিন বোঝেন খুব ভালোভাবেই। এ কথা সানরাইজার্স হায়দরাবাদের সকলেই এক বাক্যে স্বীকার করেছেন। আর তাই মুস্তাফিজের জন্য নিয়োগ করা হয়েছে মুসলিম ও বাঙালি দোভাষী।

শুধু বাংলাদেশ নয়, ভারতের বুকেও তিনি বিরাট কোহলিও চেয়ে বেশি জনপ্রিয় বলে দাবি করছেন ভারতীয়রাই। আইপিএলে মুস্তাফিজের পাশাপাশি তার দল হায়দরাবাদও যথেষ্ট জনপ্রিয়। মুস্তাফিজ ও হায়দরাবাদের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ডেস্ক টু ডেস্ক কুরিয়ার এন্ড কার্গো (ডিটিডিসি) নামক জনপ্রিয় ভারতীয় অনলাইন ডেলিভারি ওয়েবসাইট তাদের সর্বশেষ বিজ্ঞাপনে তাদেরকে যুক্ত করেছে।

হিন্দি কিংবা ইংরেজির কোনোটিই জানেন না তবুও মুস্তাফিজের ক্রিকেটের ভাষার কারণেই তাকে নেওয়া হয়েছে ভারতের একটি বিজ্ঞাপনে।

হায়দরাবাদের মুস্তাফিজ ছাড়াও এই বিজ্ঞাপনে অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ইয়ন মরগ্যান এবং যুবরাজ সিং অংশ নিয়েছেন।

বিজ্ঞাপনে দেখা যায়, মুস্তাফিজ, ওয়ার্নার, মরগ্যান এবং উইলিয়ামসন টিভিতে সিরিয়াল দেখছিলেন, এমন সময় যুবরাজ এসে জানান ম্যাচ শুরুর আর মাত্র ১২ ঘণ্টা বাকি আছে। সবাইকে প্রস্তুত হতে বলেন। এমন সময় ওয়ার্নার দেখেন তার ব্যাটটা গায়েব! মরগ্যান তার ব্যাট ধার দিতে চাইলেও নিতে রাজি হননি তিনি। কারণ, সেই ব্র্যান্ডের ব্যাটটি লাকি ছিল অধিনায়কের জন্য।

এমন অবস্থায় যুবরাজ ডিটিডিসিতে ফোন দিয়ে জানান ওয়ার্নারের সেই লাকি ব্র্যান্ডের একটি ব্যাট নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যাটের ডেলিভারি চলে আসে। তখন মুস্তাফিজ-ওয়ার্নাররাও প্রস্তুতি নেন মাঠে যাওয়ার জন্য। যদিও এমন সময় নতুন এক বিড়ম্বনায় পড়েন মুস্তাফিজরা। দলের কোচও যে তখন গায়েব! উইলিয়ামসন কোচের উধাও হ্যে যাওয়ার ব্যাপারটা জানালে মুস্তাফিজদের অধিনায়ক তৎক্ষণাৎ ডিটিডিসিকে ফোন দেন তাদের কোচকে পৌছে দেওয়ার জন্য!

যদিও পুরো বিজ্ঞাপনে মুস্তাফিজকে কোনো কথা বলতে হয়নি। তবুও এই বিজ্ঞাপনে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার। বিজ্ঞাপনটি সানরাইজার্স হায়দ্রাবাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও টুইটারে শেয়ার দেওয়া হয়।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে