বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৭:২৯:৫৫

আরও দেড়-দুই বছর ক্রিকেট খেলবেন আফ্রিদি

আরও দেড়-দুই বছর ক্রিকেট খেলবেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে ক্রিকেট ছেড়েছেন আগেই। কিছুদিন আগে পদত্যাগ করলেন টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকেও। গুঞ্জন রয়েছে যেকোনো সময় ছাড়তে পারেন টি-টোয়েন্টিও।
 
সদ্য পাকিস্তানের একটি টেলিভিশনের সাক্ষাৎকারে আফ্রিদি জানিয়েছেন, আমি ক্রিকেট জীবনের পরের জীবন নিয়ে কিছু ভাবছি না। তবে, এটা নিশ্চিত আমি ক্রিকেটকে বিদায় জানানোর পরে কোচিং ক্যারিয়ার শুরু করব না। আর ধারাভাষ্যকার? না, এটাও আমাকে দিয়ে হবেনা। আমি দেশের হয়ে আরও ক্রিকেট খেলতে চাই। আরও দেড় থেকে দুই বছর ক্রিকেট খেলতে চাই। জাতীয় দলের বাইরে লিগ ক্রিকেটেও নিজেকে জড়িয়ে রাখতে চাই।
 
তবে ক্রিকেটের ইতি টানলে সাবেক এই দলপতি কখনো কোচ কিংবা ধারাভাষ্যকার হবেন না বলে জানিয়েছেন। নিজে থেকেই দলের দায়িত্ব ছেড়ে দেন আফিদি। তবে জানিয়েছিলেন, অধিনায়কের পদ ছেড়ে দিলেও টি-টোয়েন্টিতে নিজ দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন। এমনকি বিশ্বের যেকোনো প্রান্তে ক্রিকেটের এই ফরমেটে খেলতে চেয়েছিলেন তিনি।
১৯ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে