শুক্রবার, ২০ মে, ২০১৬, ১১:০৮:৩৪

ফিটনেস সমস্যায় ভুগছে পাকিস্তানি ক্রিকেটাররা

ফিটনেস সমস্যায় ভুগছে পাকিস্তানি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: গত এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ থেকে সময়টা খুব ভাল যাচ্ছে পাকিস্তান ক্রিকেটের। বিশ্বকাপের পর হঠাৎ করে প্রধান কোচ ওয়াকার ইউনুস ও টি-২০ অধিনায়ক আফ্রিদির বিদায় দলটির জন্য বড় ধাক্কা। এছাড়া তুরুণ ক্রিকেটারদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তো আছেই।এতো সব সমস্যার মধ্যেও আসন্ন ইংল্যান্ড সফরকে সামনে রেখে কাকুল মিলিটারি একাডেমিতে ফিটনেস টেষ্ট ক্যাম্প করেছে পাকিস্তান।অবাক করার ব্যাপার হচ্ছে, অপেক্ষাকৃত বয়সে তরুণ ক্রিকেটারদের বেশির ভাগই ব্যর্থ হয়েছেন ফিটনেস টেস্ট পার হতে। এ দিকে প্রায় ক্যারিয়ারের শেষ ধাপে পা রাখা মিসবাহ-উল-হক, ইউনুস খান, ফাওয়াদ আলম সফলভাবেই পার হয়েছেন ফিটনেস পরীক্ষার বাধা।
এক সপ্তাহ ধরে চলা ১৩ জনের এই ফিটনেস ক্যাম্পে বেশির ভাগ ক্রিকেটার ফেল করেছেন। এটি নিয়ে টেনশনও বিরাজ করছে ক্রিকেটারদের মধ্যে। তবে ক্যাম্পে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সিনিয়র ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় গ্রিন সিগন্যাল পাওয়ার ঘটনায়।’

ভোর ৭টা থেকে শুরু হয়ে একটানা ১২টা পর্যস্ত চলতে থাকে ফিটনেস ট্রেনিং এরপর কিছুটা বিশ্রামের সুযোগ পায় ফিনটেস পরীক্ষায় ব্যর্থ ক্রিকেটাররা।ফিটনেস সমস্যা ছাড়াও ইনজুরি সমস্যা ভোগাচ্ছে পাকিস্তানকে। ইনজুরির কারনে ইতোমধ্যেই অনুশীলন ক্যাম্প থেকে ছিটকে গেছেন লেগ-স্পিনার ইয়াসির শাহ, মোহাম্মদ হাফিজ, হ্যারিস সোহেল, জুলফিকার বাবর ও ইমাদ ওয়াসিমের মত ক্রিকেটাররা।ফিটনেস ক্যাম্পে থাকার সুযোগ হয়নি পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ ও ওমর আকমলের।
২০ মে ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে