শুক্রবার, ২০ মে, ২০১৬, ১১:২৯:৩৭

সাকিবদের ম্যাচে চিয়ারলিডারদের খাঁচায় বন্দী করে রাখা হল, কিন্তু কেন?

সাকিবদের ম্যাচে চিয়ারলিডারদের খাঁচায় বন্দী করে রাখা হল, কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক:  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুরেশ রায়না ও সাকিব আল হাসানদের ম্যাচ চলাকালে কানপুর গ্রিন পার্কে ঘটে গেল এক অভিনব ঘটনা।

গতকাল (বৃহস্পতিবার) রাতে শেষ চারে যাওয়ার হাই ভোল্টেজ ম্যাচটি চলাকালে রীতিমত খাঁচায় বন্দী করে রাখা হল চিয়ারলিডারদের।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেয়া হলো? তার কারণ, স্থানীয় কর্তৃপক্ষ আগের অভিজ্ঞতা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছিল। আগে গ্রিনপার্কে দর্শকদের উৎপাতের শিকার হতে হয়েছে ক্রিকেটারদের। গ্যালারি থেকে ক্রিকেটারদের উদ্দেশ্যে বোতল, ডিম অথবা পতাকায় লাগানো লাঠি ছুড়ে মারা হয়। আর এটি চিয়ারলিডারদের দিকেও যে কোনও মুহূর্তে উড়ে আসতে পারে যে কোনো কিছু। তাই চিয়ারলিডারদের রক্ষা করার জন্যই এরকম খাঁচার বন্দোবস্ত করা হয়েছিল। চিয়ারলিডাররাও সেই খাঁচার ভিতরে নিরুপদ্রবে নাচেন।
২০ মে২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে