শুক্রবার, ২০ মে, ২০১৬, ০১:০৩:০৬

জহিরদের জীবন মুস্তাফিজদের হাতে, দেখা যাক আজ কি হয়

জহিরদের জীবন মুস্তাফিজদের হাতে, দেখা যাক আজ কি হয়

স্পোর্টস ডেস্ক: একদিকে সানরাইজার্স হায়দরাবাদের  জন্য নিয়ম রক্ষার ম্যাচ। অন্যদিকে জহির খানদের জন্য এটি মরা-বাঁচার লড়াই। এ নিয়ে ১২টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে সানরাইজার্সের প্লে-অফ নিশ্চিত, আর ১২ পয়েন্ট নিয়ে ধুঁকছে জহির খানরা। তাই আজ শুক্রবার হায়দরাবাদকে হারাতে না পারলে দিল্লির প্লে-অফে ওঠার আশা প্রায় শেষ হয়ে যাবে।

গত ম্যাচে ধোনির পুনের কাছে বৃষ্টি আইনে হেরে কিছুটা বিধ্বস্ত দিল্লি। আর সেই ধাক্কা কাটিয়ে উঠতে হবে শক্তিশালী হায়দরাবাদের বিপক্ষে।  সানরাইজার্স হায়দরাবাদকে কতটা কুপোকাত করতে পারবে দিল্লি এখন সেটাই দেখার বিষয়। তাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবই চোখে লাগার মতো। একদিকে ওয়ার্নার, শিখর দাওয়ান, যুবরাজ সিংহ। অন্যদিকে পেস অ্যাটাকে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান, ভুবনেশ্বর কুমার নিয়মিত উইকেট পাচ্ছেন।

আর এ দিকে দিল্লির ব্যাটিংয়ে বড় কোন নাম না থাকলেও কুইন্টন ডি’কক, সঞ্জু স্যামসন, জেপি ডু’মিনি, ঋষভ পন্থ, স্যাম বিলিংসরা ম্যাচ জেতাতে পারেন। দুই অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট ও ক্রিস মরিস ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। করুণ নায়ার দায়িত্বশীল ব্যাটিং উপহার দিচ্ছেন। তবে বোলিংয়ে অধিনায়ক জাহির খান ও মোহম্মদ সামি যত দ্রুত উইকেট তুলবেন সেটা দলের পক্ষে ভালো। তবে অনেক ক্ষেত্রে সামি প্রচুর রান দিয়ে ফেলছেন। তাতে বাকি বোলাররা চাপে পড়ে যাচ্ছেন। অলরাউন্ডার পবন নেগিকে এই ম্যাচে খেলানো হতে পারে। স্পিনার অমিত মিশ্র’র দিকে নজর রাখতেই হবে।
২০ মে২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে