শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৫:১১:২৪

যুব বিশ্বকাপের জন্য শক্তিশালী দল সাজাচ্ছে বিসিবি

যুব বিশ্বকাপের জন্য শক্তিশালী দল সাজাচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শুরুতে সফলভাবে ঘরে মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। বিশ্বকাপে শিরোপা না জিতলেও তৃতীয় স্থান অর্জন করে মিরাজ বাহিনী।

আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। আর আগামী বিশ্বকাপের জন্য এখন থেকেই দল বাছাই শুরু করেছে বিসিবি। জানা গেছে, আগামী বিশ্বকাপ আসার আগেই শক্তিশালী একটি টিম গঠন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এপ্রিলে শেষ হয়ে যাওয়া ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ৪২ ক্রিকেটারকে নিয়ে এ মাসের ৫ তারিখ থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয় অনূর্ধ্ব-১৮ চ্যালেঞ্জ সিরিজ।

টুর্নামেন্ট শেষে অনুশীলন ক্যাম্পের জন্য ২৪ জনের স্কোয়াড ঘোষণা করবে নির্বাচকরা। দলের সাথে যোগ দিবে এবছর যুব বিশ্বকাপে খেলা পিনাক ঘোষ, সাইফ হাসান এবং আবদুল হালিম আরও অন্যান্যরা।

যুব বিশ্বকাপের আগে আগামী দেড় বছরে দেশ ও দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ খেলানোর কথা ভাবছে বিসিবির। কিন্তু নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে কোচ এমদাদুল বলেন,

যুব বিশ্বকাপের জন্য এত লম্বা সময় ধরে প্রস্তুতি নেয় না কোন টেস্ট খেলুড়ে দেশ। ২০১৬ বিশ্বকাপের সাফল্যের পেছনেও ছিল দুই-আড়াই বছরের প্রস্তুতি। সামনের বিশ্বকাপ নিয়েও একই প্রত্যাশা আছে বিসিবির।
২০ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে