শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৬:০১:৫১

‘টি-টোয়েন্টিতে টিকে থাকার কৌশল জানে মুস্তাফিজ’

‘টি-টোয়েন্টিতে টিকে থাকার কৌশল জানে মুস্তাফিজ’

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছর যেতে না যেতেই তারকা খ্যাতি মুস্তাফিজুর রহমানকে নিয়ে জাতীয় দলের পর বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটেও টানাটানি। পাকিস্তান সুপার লিগ(পিএসএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও সাসেক্সের হয়ে খেলার জন্য ডাক পান মুস্তাফিজ। আইপিএলের পরই মুস্তাফিজ খেলতে যাবেন কাউন্টি ক্রিকেটে।

মুস্তাফিজকে মোকাবেলা করাটাই এখন চ্যালেঞ্জ হয়ে উঠেছে ব্যাটসম্যানদের জন্য। আর আইপিএলে সবার দৃষ্টি থাকায় ক্রিকেটে বিশ্বও মেতে উঠেছে মুস্তাফিজ বন্দনায়। ক্রিকেটের সাবেক গ্রেট থেকে শুরু করে প্রতিপক্ষরা পর্যন্ত মুস্তাফিজ স্তুতি করে যাচ্ছেন। এবার এই কাটার মাস্টারকে প্রশংসায় ভাসালেন সাবেক লঙ্কান তারকা বাঁহাতি পেসার চামিন্দা ভাস।

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজের প্রশংসা করে চামিন্দা ভাস বললেন, টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যান্য ফরম্যাটের চেয়ে পুরোপুরি আলাদা, আর মুস্তাফিজ এখানে নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। এখানে ২/১টি বৈচিত্র্য নিয়ে টিকে থাকা সম্ভব না। এটা মুস্তাফিজ খুব অল্প বয়সে আয়ত্ত্ব করে ফেলেছে। সে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য উত্তম একজন বোলার।

১৯৯৪ সালে অভিষিক্ত লঙ্কান এই পেসার ১১১টি টেস্ট ম্যাচে ৩৫৫টি উইকেট নিয়েছেন। এছাড়াও ৩২২টি ওয়ানডে ম্যাচ খেলে ৪০০টি উইকেট শিকার করেছেন ৪২ বছর বয়সী এই শ্রীলঙ্কান।

জানিয়ে রাখা ভাল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত ২১.৪২ গড়ে ১৪টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ছয় নম্বরে অবস্থান করছেন এই কাটার মাস্টার।
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে