শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৬:৫৯:২১

পাকিস্তান ক্রিকেট দলে মিসবাহ একমাত্র গ্রাজুয়েট খেলোয়াড়!

পাকিস্তান ক্রিকেট দলে মিসবাহ একমাত্র গ্রাজুয়েট খেলোয়াড়!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, এই মুহূর্তে মিসবাহ ছাড়া দলে আরো কোনো গ্রাজুয়েট খেলোয়াড় নেই। দলে শিক্ষিত খেলোয়াড়ের অভাবই সাম্প্রতিক ভরাডুবির প্রাথমিক কারণ। ভবিষ্যতে আমরা দলে শিক্ষিত খেলোয়াড় আনতে এবং দলের খেলোয়াড়দের শিক্ষায় উৎসাহিত করবো।

তিনি আরো বলেন, আহমেদ শেহজাদ ও উমর আকমল শৃঙ্খলাজনিত কারণেই দলে নেই। এটা পরিস্কার করে দিতে চাই যে ভবিষ্যতে আর শৃঙ্খলা ও ফিটনেস নিয়ে কোনো আপোষ করা হবে না। এই কারণে নতুন ফিটনেস টেস্ট নিচ্ছি আমরা। দল ইংল্যান্ডে যাওয়ার আগে কাকুলে বুট ক্যাম্প হবে মিলিটারি ট্রেনারদের অধীনে।

পাকিস্তানের খেলোয়াড়দের শিক্ষার অভাবেই শৃঙ্খলাবোধের অভাব আছে। ফিটনেস নিয়েও সচেতন না তারা। প্রতিভার কারণে অনেক সময় উতরে যান। কিন্তু শৃঙ্খলা ও ফিটনেসের অভাবে প্রায়ই মুখ থুবড়ে পড়েন। শাহরিয়ার এই দুই বিষয়ে আর আপোষ করতে নারাজ।
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে