শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৭:১০:৪২

একসময় কোহলির কেবল এক জোড়া জামা-প্যান্ট ছিল

একসময় কোহলির কেবল এক জোড়া জামা-প্যান্ট ছিল

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের শেষ কথা এখন বিরাট কোহলি, বর্তমান রাজা কোহলি। চলতি আইপিএল মাঠে বিরাট যেভাবে জ্বলে উঠেছেন। ক্রিকেটের বছর শেষ হতে না হতেই বিশ্বসেরা একাদশের একজন ব্যাটসম্যান স্বীকৃতি যোগ্য। তবে জানেন এই কোহলি একসময় কেবল এক জোড়া জামা-প্যান্ট ছিল? এই কথা জানিয়েছেন বিরাটের দাদা বিকাশ।

বিকাশের কাছ থেকেই জানা যায়, একসময় বিরাট কোহলির ছিল একটা স্কুলের ইউনিফর্ম। অপরটি ক্রিকেট ইউনিফর্ম। এই থেকেই ছেলেবেলায় কোহলির পছন্দ জানা যায়। অন্যদিকে মনই ছিল না কোহলির। কেবল ক্রিকেট আর ক্রিকেট। ক্রিকেটই ছিল বিরাটের আত্মার শান্তি, মনের আনন্দ।  

তিন বছর বয়সে হাতে ব্যাট তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। ছোট বিরাট বাবা প্রেমকে বল ছুড়তে বলতেন। কলোনিতে গলি ক্রিকেটও খেলতে দেখা যেত বিরাট।

বিরাটের খেলা দেখে এক প্রতিবেশী একদিন বাবা প্রেম কোহলিকে বলেন, ‘‘ছেলেকে অ্যাকাডেমিতে ভর্তি করুন।’’ গলি ক্রিকেট খেলে সময় নষ্ট করার থেকে প্রতিভার বিকাশ ঘটানো উচিত। প্রতিবেশীর এ হেন সুচিন্তিত পরামর্শ শোনার পরে প্রেম কোহলি বিরাটকে ভর্তি করে দেন নয়ডার কাছে সুমিত ডোগরা অ্যাকাডেমিতে।
২০ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে