শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৮:১৪:৪১

বিশ্ব কাঁপানো সেই ক্রিকেটার এখন বাস চালক!

বিশ্ব কাঁপানো সেই ক্রিকেটার এখন বাস চালক!

স্পোর্টস ডেস্ক: ম্যাথিউ পিটার ম্যানিয়ার্ড। এক সময় ছিল বিশ্ব কাঁপানো ছিল একজন ক্রিকেটার। খেলতেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে। এ ছাড়াও খেলেছেন গ্লামর্গান, নর্দান ডিস্ট্রিকস ও ওটাগোর হয়ে।

ইংল্যান্ডের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত ৪টি টেস্ট খেলেছেন। ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত খেলেছেন ১৪টি ওয়ানডে। এ ছাড়া ৩৯৫টি প্রথম শ্রেণির ম্যাচে ব্যাট হাতে করেছেন ২৪ হাজার ৭৯৯ রান। ৪৩৪টি লিস্ট ‘এ’ ম্যাচে করেছেন ১৩ হাজার ৫০৬ রান।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ২০০৪ সালে ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরের বছর থেকে তিনি সামারসেটের কোচিং স্টাফে যোগ দেন। আর ২০১৪ সালে তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল সামারসেটের ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন।

চলতি বছর তিনি ‘গণপরিবহন’ চালানোর পরীক্ষায় পাস করেছেন। আর এর মধ্য দিয়ে তিনি সামারসেটের টিম বাস চালানোর নিবন্ধন ও অনুমতি পেয়েছেন!

এ বিষয়ে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি গেল বছর ভেবেছিলাম। আসলে আমাদের ভ্রমণগুলো লম্বা সময়ের জন্য হয়। অনেক লম্বা পথ বাসে পাড়ি দিতে হয়। অনেক সময় আমাদেরকে থামতে হয় এবং ড্রাইভার পরিবর্তন করতে হয়। কখনো কখনো নতুন ড্রাইভার সংগ্রহ করতে হয়। তবে ‘গণপরিবহন’ চালানোর নিবন্ধনটা আমি নিজের উন্নতির জন্য নিয়েছি। এখন আমি নিককে (সামারসেটের টিম বাস ড্রাইভার) প্রয়োজনের সময় সাহায্য করতে পারব।’

কাউন্টি ক্রিকেট খেলার জন্য সামারসেটকে ল্যাঙ্কাশায়ার, ইয়র্কশায়ার ও ডারহামে যেতে হয়। আর এক্ষেত্রে তাদেরকে বাসে মোট ৭০০ মাইল পাড়ি দিতে হয়। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কেন্ট এর বিপক্ষে খেলবে তারা। সেক্ষেত্রে তাদেরকে দূরবর্তী পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে ভ্রমণ করতে হবে।

এ বিষয়ে ম্যানিয়ার্ড বলেন, ‘আগামী শুক্রবার আমাদেরকে কেন্ট এর বিপক্ষে খেলতে হবে। অবশ্য আমরা সেখানে বৃহস্পতিবার যাব। আমি ক্রিকেট ভালোবাসি। আমি সামারসেটে অনেক বছর থাকতে পছন্দ করব। যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমি একজন টিম বাস ড্রাইভার হয়ে থাকতে চাই।-রাউজিংবিডি
২০ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে