শনিবার, ২১ মে, ২০১৬, ০৪:১২:৫৮

পাকিস্তান ক্রিকেট দলকে আরও শক্তিশালী করতে ইনজামাম-উল-হকের নয়া পরিকল্পনা

পাকিস্তান ক্রিকেট দলকে আরও শক্তিশালী করতে ইনজামাম-উল-হকের নয়া পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক: প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েই তিনি বার্তা দিয়েছিলেন, ঢেলে সাজাবেন পাকিস্তান দলকে। আগামী মাসে ইংল্যান্ড সফরের আগে সেই কাজে নেমে পড়লেন ইনজামাম-উল-হক।

পাক ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক কিউরেটরদের নির্দেশ দিয়েছেন, ইংল্যান্ড সফরের আগে পাক দলকে সিমিং পিচে প্র্যাক্টিস করতে। সেই নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালিত হয়, তা নিশ্চিত করতে বোর্ডের প্রধান কিউরেটরকে ডেকে পাঠিয়ে তিনি জানিয়ে দেন যে, ইংল্যান্ডের উইকেটের আদলে সিম সহায়ক পিচ তৈরি করতে হবে।

সেখানেই প্র্যাক্টিস করে পাক ব্যাটসম্যানরা নিজেদের তৈরি করে নেবেন। পাক সংবাদমাধ্যমকে ইনজামাম বলেছেন, ‘‘ইংল্যান্ডে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে পাকিস্তানের ব্যাটসম্যানদের। ফলে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখা যাবে না।’’

দু’বছর আগে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের উদাহরণ টেনে তিনি বলেছেন, ‘‘বিশ্বমানের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ থাকার পরেও ইংল্যান্ডে হার মানতে হয়েছিল ভারতকে। ফলে আমাদের এখন থেকে সাবধান হয়ে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে।’’ এখন কাকুলের সেনাশিবিরে বুট ক্যাম্প চলছে পাক ক্রিকেটারদের।

আগামী সপ্তাহ থেকে লাহৌরে শুরু হবে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং শিবির। একইসঙ্গে মহম্মদ আমিরের জন্য বিশেষ ভি‌সার আবেদন জানিয়েছে পাক ক্রিকেট বোর্ড।

শুক্রবার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘ইংল্যান্ড হাই কমিশনের কাছে মহম্মদ আমিরের ভিসা অনুমোদন করার অনুরোধ জানিয়ে আবেদন করা হয়েছে।
আমাদের বিশ্বাস, ইংল্যান্ড সফরে আমিরের যেতে অসুবিধা হবে না।’। আমিরের যাওয়ার ব্যাপারে আশাবাদী ইনজামামও। তিনি জানিয়েছেন, আসন্ন সফরে ইংল্যান্ডের মাঠে আমির-ই বড় অস্ত্র হতে পারেন।
২১ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে