শনিবার, ২১ মে, ২০১৬, ০৫:১২:২০

‘তামিম আইপিএলে চলে গেলে ব্যাটিং বলতে আর কিছু থাকবে না’

‘তামিম আইপিএলে চলে গেলে ব্যাটিং বলতে আর কিছু থাকবে না’

স্পোর্টস ডেস্ক: ২৬ এপ্রিল মিরপুরে শেখ জামালের বিপক্ষে ব্যাটিং করছিল আবাহনী। দলের অবস্থা বেশ ভালো থাকায় বেশ চনমনে ছিল নীল-হলুদ শিবির। তখন আবাহনীর এক প্রভাবশালী কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছিল, আইপিএল থেকে তামিমের ডাক এলে তারা ছাড়বেন কি-না। প্রশ্নটি এক ফুৎকারে উড়িয়ে দিলেন ওই কর্মকর্তা, 'তামিমকে ছাড়ার প্রশ্নই আসে না!' যদি মোটা ক্ষতিপূরণ দেয়? তাতেও টলানো গেল না তাকে, 'টাকা দিয়ে আমরা কী করব? তামিম আইপিএলে চলে গেলে তো ব্যাটিং বলতে আর কিছুই থাকবে না।' তখন এমএস ধোনির পুনে সুপারজায়ান্টসের স্টিভেন স্মিথ, ফাফ ডু প্লেসিসসহ কয়েকজন বিদেশি একসঙ্গে ইনজুরিতে পড়লে তামিমকে নেওয়ার একটা গুঞ্জন শোনা গিয়েছিল। তবে তামিম একা আর আবাহনীকে টানতে পারছেন না। তাই আইপিএল থেকে সাকিবসহ আরও একজন বিদেশি আনার চেষ্টা করছে আবাহনী।

চার বছরের শিরোপা খরা ঘোচাতে প্লেয়ার্স ড্রাফটে দুই কোটির উপরে টাকা খরচ করে তারকাসমৃদ্ধ স্কোয়াড বানিয়েছিল আবাহনী। কিন্তু লীগের মাঝপথে এসে দেখা যাচ্ছে, শিরোপা তো দূরের বিষয়, আবাহনীর সুপার লীগে ওঠা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। সাত ম্যাচে তিনটি জিতে তারা এখন পয়েন্ট টেবিলের নবম স্থানে। সুপার লীগে খেলতে হলে সামনের সব ম্যাচই জিততে হবে আবাহনীর। তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও। আবাহনীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মিডল অর্ডারটা দুই তরুণ মোসাদ্দেক ও শান্তর ওপর নির্ভরশীল। তারা দু'জন ভালো করতে পারছেন না। তবে এ দু'জন আউট হলে লোয়ার অর্ডার পুরোপুরি ফাঁকা হয়ে যায়। বিদেশি দিয়েও এ দুর্বলতা ঢাকতে পারছে না আবাহনী। উদয় কাউল তাও ভালোই করছিলেন। কিন্তু তার বদলে আসা মানবিন্দর সিং বিসলা তো একেবারে ফ্লপ। শেষ ম্যাচে কলাবাগান একাডেমির বিপক্ষে নেমেছিলেন মনোজ তিওয়ারি; কিন্তু তিনিও তেমন কিছুই করতে পারেনি। তাই নতুন বিদেশির সন্ধানে রয়েছে আবাহনী। এবার তাদের টার্গের পুনে সুপারজায়ান্টসের ভারতীয় অলরাউন্ডার রজত ভাটিয়া। পুনের আইপিএল প্রায় শেষ বলে অচিরেই তিনি ঢাকা চলে আসছেন বলেও জানালেন আবাহনীর এক কর্মকর্তা। সে সঙ্গে সাকিবকেও যত তাড়াতাড়ি সম্ভব চাইছে আবাহনী শিবির। এজন্য এমনকি মরিয়া হয়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পরাজয় পর্যন্ত কামনা করছে তারা। রোববার হায়দরাবাদের সঙ্গে হেরে গেলে শেষ চারের লড়াই থেকে ছিটকে যাবে কেকেআর। তখন অষ্টম রাউন্ড থেকেই সাকিবকে পাওয়া যাবে। আম্পায়ার-স্কোরারদের অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের কারণে লীগ ছয় দিন পিছিয়ে দেওয়ায় এ সুযোগটা পেতে পারে আবাহনী।

কলাবাগান একাডেমির ম্যাচের পরই ফর্মে না থাকা মনোজ তিওয়ারিকে বিদায় করে দিয়েছে আবাহনী। তবে রজত ভাটিয়াকে তারা পাবে কি-না সেটা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ রজত ভাটিয়ার সঙ্গে কলাবাগান ক্রীড়া চক্রও যোগাযোগ করছে। ভারতের বিপক্ষে সিরিজের জন্য কলাবাগান ক্রীড়া চক্রের জিম্বাবুইয়ান ক্রিকেটার হ্যামিলটন মাসাকাদজা দেশে ফিরে গেছেন। তাই আজ আইপিএলে শেষ ম্যাচ খেলার পর রজত ভাটিয়া ঢাকার কোন দলে যোগ দেন, সেটা এখন দেখার বিষয়। তবে আবাহনীর কর্মকর্তা জালাল ইউনুস জানান, রজত ভাটিয়ার সঙ্গে তাদের চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। ভারতীয় এ অলরাউন্ডার তাদের পক্ষেই খেলবেন। ২৪ মে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তাকে নিয়েই আবাহনী মাঠে নামবে বলেও জানান তিনি।

রজত আবাহনীর পক্ষে খেললে নতুন বিদেশি খুঁজতে হবে কলাবাগান ক্রীড়া চক্রকে। বিদেশি ক্রিকেটার নিয়ে আরও কয়েকটি দল সমস্যায় রয়েছে। লংকান ওপেনার উপল থারাঙ্গার বদলি খুঁজতে হিমশিম খাচ্ছে মোহামেডানও। মূলত ভিসা জটিলতায় পাকিস্তানি ক্রিকেটারদের বাংলাদেশে আসা কঠিন হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে ঢাকার ক্লাবগুলো।-সমকাল
২১ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে