শনিবার, ২১ মে, ২০১৬, ০৫:১৬:৫৪

দিল্লির গবেষণা কোনো কাজে আসে নি

দিল্লির গবেষণা কোনো কাজে আসে নি

স্পোর্টস ডেস্ক : গতকাল শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) খেলায় শেষবারের মতো একে অপরের মুখোমুখি হয় দিল্লি এবং হায়দরাবাদ। প্রথম ম্যাচের মতো আজও ব্যর্থ হয় হায়দরাবাদ। তবে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত এবং হায়দরাবাদের বাজে ফিল্ডিংয়ের সুবাদে জয় পেয়েছে দিল্লি। এর ফলে তাদের শেষ চারে ওঠার সম্ভাবনাটা রয়ে গেল। তবে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রয়েছে হায়দরাবাদের।

 
প্রথমে ব্যাট করে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান করে সানরাইজার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ওয়ার্নার।

১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুইবার জীবন পাওয়া কারুইনের ব্যাটে ভর করে শেষ বলে জয় পায় দিল্লি। এই কারুইন প্রথম দিকে হেনরিকসের বলে কট বিহাইন্ড হলেও আম্পায়ারদের চোখে তা ধরা পড়েনি। পরে টিভি রিপ্লেতে দেখা যায় তার ব্যাট বল স্পর্শ করেছে। এচাড়া ডেভিড ওয়ার্নারের হাতে একবার ক্যাচও দিয়েছিলেন কারুইন। তবে ওয়ার্নার তা ধরতে ব্যর্থ হন। ৫৯ বলে ৮৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন কারুইন।


প্রথমবার দিল্লির সঙ্গে ব্যর্থ হওয়া মুস্তাফিজ আজ ফিরেছেন ভালোভাবেই। সব সমালোচকের মুখে একেবারে কুলুপ এঁটে দিতে পেরেছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে পারলেও এদিন মুস্তাফিজকে হারাতে পারে নি ডেয়ারডেভিলসরা। মুস্তাফিজের বোলিং ভিডিও দেখা, বিশ্লেষণ করা, গবেষণা করা কোনোটিই কাজে দেয় নি তাদের।

মুস্তাফিজ ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। তবে সতীর্থ ভুবনেশ্বরের কারণে একটি উইকেট পাওয়া থেকে বঞ্চিত হন কাটার মাস্টার। প্রথম স্পেলে পাওয়ার প্লেতে বল করতে এসে ২ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান। আর নিজের দ্বিতীয় স্পেলে শেষ ২ ওভারে দিয়েছেন ১৫ রান। নিয়েছেন ১টি উইকেটও।

প্রথম বার মুখোমুখিতে বাজে বোলিংয়ের কারণে অনেক সমালোচনা হয় ফিজকে নিয়ে। দিল্লির খেলোয়াড়রা বলেছিলেন, মুস্তাফিজকে নিয়ে অনেক গবেষণা করেছেন তারা। আর একারণেই তাকে ভালোভাবে মোকাবিলা করতে পেরেছেন দিল্লির ব্যাটসম্যানরা। তবে আজ তাদের সেই গবেষণা কাজে লাগেনি। আজ মুস্তাফিজকে ঠিকভাবে খেলতে পারেনি দিল্লির ব্যাটসম্যানরা।
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে