শনিবার, ২১ মে, ২০১৬, ০৫:৪২:৫৫

ইংল্যান্ডের ফিল্ডিং ভোগান্তিতে লজ্জা ডুবলো শ্রীলঙ্কার ক্রিকেট দল

ইংল্যান্ডের ফিল্ডিং ভোগান্তিতে লজ্জা ডুবলো শ্রীলঙ্কার ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক:আগের দিন মাত্র ৯১ রানে ইনিংস গুটিয়ে ফলো অনে পড়ে শ্রীলঙ্কা ।আর শনিবার দিনের শুরুতেই তারা খোয়ায় ওপেনার দিমুথ করুণারত্নের উইকেট।

লিডসের হেডিংলি মাঠে ম্যাচের তৃতীয় দিনের তৃতীয় ওভারে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে উইকেট দেন করুণারত্নে। বৃষ্টির কারণে এদিন খেলা শুরু হয় দেরিতে।তবে ওপেনিং ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শুরুর ভোগান্তিটা দেখা গেল একইরকম।

প্রথম ইনিংসে দলীয় ১০ রানে উইকেট দিয়েছিলেন করুণারত্নে। আর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে এ লঙ্কান ওপেনার উইকেট খোয়ান দলীয় ১০ রানেই। প্রথম ইনিংসে ব্যক্তিগত এক অঙ্কের রানে সাজঘরে ফেরেন শ্রীলঙ্কার ৭ ব্যাটসম্যান।

সর্বোচ্চ ৩৪ রান আসে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে। শুক্রবার দলীয় ৪৩ রানে চতুর্থ উইকেট খোয়ায় শ্রীলঙ্কা। প্রতিপক্ষ মাঠে টেস্টের শ্রীলঙ্কার এক ইনিংসে এর চেয়ে কম রানে শীর্ষ চার উইকেট পড়তে দেখা গিয়েছিল ইতিহাসে একবারই।

ওই ঘটনায়  ১৯৮৩ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে শুরুর চার উইকেট খোয়ায় লঙ্কানরা।  হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ক্রিজে ঝড় তোলেন ইংলিশ ফাস্ট বোলিং জুটি জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড।

১১.৪ ওভারের স্পেলে মাত্র ১৬ রানে পাঁচ উইকেট নেন অ্যান্ডারসন। আর ১০ ওবারের স্পেলে ২১ রানে চার উইকেট শিকার ব্রডের। হেডিংলি মাঠে এটি অ্যান্ডারসনের ক্যারিয়ার সেরা বোলিং। এখানে বল হাতে তার সেরা নৈপুণ্যটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষেই।  

২০১৪ সালে ওই ইনিংসে অ্যান্ডারসনের বোলিং ফিগার ছিল ৩/৯১। দীর্ঘ তিন বছর পর ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলকে ফলো অনে পড়তে দেখা গেল। সর্বশেষ ২০১৩ সালে নিউজিল্যান্ডকে ফলো অনে ফেলে ইংলিশরা। ওই ম্যাচ শেষ হয় ড্রতে।
২১ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে