শনিবার, ২১ মে, ২০১৬, ০৬:২২:০১

বাংলাদেশের এমপিদের হারিয়ে প্রতিশোধ নিলেন ব্রিটিশ এমপিরা

বাংলাদেশের এমপিদের হারিয়ে প্রতিশোধ নিলেন ব্রিটিশ এমপিরা

স্পোর্টস ডেস্ক: চার-ছয়ের জমজমাট উত্তেজনা ছড়িয়ে হেরে গেছে বাংলাদেশের এমপিদের সমন্বয়ে গঠিত ক্রিকেট দল। তবে ম্যাচে নাকি বাংলাদেশের এমপিদের হারিয়ে প্রতিশোধ নিয়েছেন ব্রিটিশ এমপিরা।

এর আগে একবার বাংলাদেশে লড়াই করতে এসে বাংলাদেশেরেএমপিদের কাছে হেরেছিল ব্রিটিশ এমপিরা। ব্রিটিশ লর্ডস অ্যান্ড কমন্স সদস্যরা এবার সেটার ‘প্রতিশোধ’ নিয়েছেন ঘরে মাঠে।

শুক্রবার ব্যাংক অব ইংল্যান্ডের ক্রিকেট গ্রাউন্ডে ২০ ওভারে ১৬৭ রান করেও জয় তুলে নিতে পারেননি সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে গড়া বাংলাদেশ ক্রিকেট টিম।

বাংলাদেশ দলের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান ৮৮ রানের ইনিংস খেলেছেন। ১১টি বাউন্ডারির সঙ্গে তাঁর ব্যাট থেকে ছক্কাও এসেছে দুটি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ করেছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশি মেহবুব আলম।

বাংলাদেশ থেকে যাওয়া দলটিতে দুই-একজন ছাড়া প্রায় সবাই-ই ছিলেন সংসদ সদস্য। কিন্তু ব্রিটিশ লর্ডস অ্যান্ড কমন্স ক্রিকেট দলে নাকি সংসদ সদস্য ছিলেন মাত্র তিন জন! বাকিদের বেশির ভাগ তাদের অফিসের কর্মকর্তা-কর্মচারী, তিনজন পেশাদার ক্রিকেটারও খেলিয়েছে দলটি।

সেটার প্রতিফলন পড়ল ২০ ওভারের ম্যাচের ফলাফলেও। বাংলাদেশের সংসদ সদস্যদের ৩ উইকেটে করা ১৬৭ রানের জবাবে দুই উইকেট হারিয়েই জয় পেয়ে যায় ব্রিটিশ লর্ডস অ্যান্ড কমন্স ক্রিকেট দল।
২১ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে