শনিবার, ২১ মে, ২০১৬, ০৬:৪০:০২

‘আমি মুস্তাফিজের কোনো কৌশল ফাঁস করব না’

‘আমি মুস্তাফিজের কোনো কৌশল ফাঁস করব না’

স্পোর্টস ডেস্ক : আইপিএলে আগামীকাল রবিবার দ্বিতীয়বারের মতো কলকাতা নাইট রাইডার্স(কেকেআর) অস্তিত্ব রক্ষার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। তার মানে আবারো মুখোমুখি হবে বাংলাদেশের দুই টাইগার। হ্যাঁ, আগামীকাল আবার মুখোমুখি হবে বিশ্ব সেরা অলরাউন্ডার ও কাটার মাস্টার  মুস্তাফিজুর রহমান।

আইপিএলে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে মুস্তাফিজের হায়দ্রাবাদ। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট সাকিবের কেকেআরের। তাদের শেষ ম্যাচটা জিততেই হবে। এই অবস্থায় মুস্তাফিজরা ইডেন গার্ডেন্সে খেলতে কলকাতায় চলে এসেছেন। ১৩ ম্যাচে ১৫ উইকেট নেওয়া মুস্তাফিজ এক রহস্যের নাম।

তার কাটার-স্লোয়ার-গতি বৈচিত্র্য রহস্য কোনো দল বা ব্যাটসম্যান ভেদ করতে পারেননি। বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সদস্য হিসেবে মুস্তাফিজের সেই সব রহস্য-কৌশল সম্পর্কে অনেক জানেন সাকিব। কিন্তু তিনি কেকেআরের কাছে মুখ খুলতে রাজি নন। কারণ, মুস্তাফিজ তার দেশের সম্পদ। আর দেশ সাকিবের কাছে সবকিছুর আগে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাকিব আল হাসান বলেন, টিম মিটিংয়ে আমরা তাকে নিয়ে আলোচনা করবো তবে অবশ্যই আমি তার রহস্য ভেদ করবো না। সে তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। আর আমি চাই দেশের হয়ে সে ভালো করে চলুক। এখন অনেক বিশ্লেষণ হয়। তাতে লোকে তার রহস্য শেষে ধরে ফেলবে। কিন্তু আমি তার কোনো কৌশল ফাঁস করবো না।

গত ১৬ এপ্রিল সাকিব-মুস্তাফিজ দেখা হয়েছিল হায়দ্রাবাদের ম্যাচে। সেই খেলায় ৮ উইকেটে জিতেছিল কেকেআর। সাকিব ৩ ওভারে ১৮ রান দিলেও উইকেট পাননি। ব্যাট করারও দরকার হয়নি তার।

অন্যদিকে মুস্তাফিজ ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নিয়েছিলেন। বিধ্বংসী ইয়র্কারে ওই ম্যাচে আন্দ্রে রাসেলকে মুস্তাফিজ যেভাবে মাটিতে শুইয়ে বোল্ড করেছিলেন তা এখনো আইপিএলের খেলা চলাকালে বারবার দেখায়।
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে